দুর গগণের তারা ভরা এ রাতে
নিকশ কালো রঙএ রাংগীয়ে
এ কাব্যখানি রচিব আজ ধুসর
জীবনের কিছু দু:খ গাথা দিয়ে ।
যে কথা কভু ভাবিনি
যে কথা তার গিয়েছি যে ভুলে
তার বিহনে রাতের গভীরে ভাবা
সে কথা যায় যে মিশে
ঘন শিশির ভেজা প্রাতে ।
অবশ্য এতে তার কিই বা যায় আসে
ভালবাসা যদি সেখানে নাইবা ভাসে
রাতটি থাকনা ভরা মিটিমিটি তারায়
যদিও নাইবা থাকল সে মোর পাশে ।
এই ভাল দুর হতে সে শুধু গেয়েই যাক
তাকে ছাড়াই হৃদয় আমার ক্ষয়ে যাক
শিরায় শিরায় বাজুক অবক্ষয়ের গান
ক্ষতি কি তাতে যায় যদি বিরহীর প্রাণ ।
ইচ্ছে যখন জাগে কাছে পেতে
চোখ দুটো তখন তাকেই খুঁজে
তন্ন তন্ন করে খুজেও হৃদয়
পায় না তাকে আমার মাঝে ।
এই রাতে চোখ যখন সাদা জলে ভাসে
মনে হয় আর নয় যাক না সে চলেই
তবে বাতাসে ভাসিয়ে দিব কথার রেণু
যেন মর্মে মর্মে তার কানে গিয়ে পশে ।
কে ও না কেও তার হবে
কারো না কারো কাছে গিয়ে সে রবে
যেমনটি সে ছিল মোর চুমুতে
মধুর বাচনে শিতল দেহে
আর হৃদয় মোহিণী হাসিতে ।
আমি আর তাকে বাসিনা ভাল
আসলেই কি তাই, আসে স্মরণে
ভালবাসা ক্ষানিকের শুধুই বিস্মৃতি
মিছেই তাকে ধরে রাখা বন্ধনে।
সুখের দাহন আর যন্ত্রনা সিক্ত
চোখ দুটো ভিজেই থাকুক জলে
তাতে ও হবেনা কোন ক্ষতি
স্মৃতি গুলো যতদিন সাথে রবে ।
হয়তবা চোখেও থাকবেনা জল
যে জল দিয়ে হৃদয় গহ্বরে
তিলে তিলে গড়া তীব্র উত্তাপ
এক ঝটিকায় নিভাতে পারে ।
জলে পুড়ে অংগার হওয়াতেই
বুঝিবা লিখা ছিল আমার সুখ
ভাল হয় এখানেই যদি ইতি হয়
একাকীই থাকি নিয়ে সকল দুখ ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৩