ভালবাসার ঋণে শৃংখলিত নিশীদিন
চোখ মোদলেই স্মরনে শুধু আসে
শোধের কথাটি মনের পর্দায় ভাসে
অপমান জ্বালায় হই অতি মলিন।
রক্তপিপাসু বসন্ত
নেশার পেয়ালা করেনি উদ্বুদ্ধ,
মাটির গর্ত থেকে শিয়ালের মত যাত্রা শুরু
দেখে তোমায় শিশির সিক্ত সাপের মত
খোলস পাল্টে ফেলি,
ঝড়াপাতার মত তোমার পিছে ছুটি
যদি পাই শোনসান নিরবতা,
জিজ্ঞাসিব কিভাবে কখন
শোধব তোমার ঋণ ।
এক পলকের তরে
সকলি তোমার দেখেছি
চক্ষুষ্মান হয়ে উপরে যেতে যেতে
করেছি স্পর্শ সকলি,
তোমার নরম মাংস পেরিয়ে
আরো উপরে যেতে চাই,
কমলা হাসি তোমার ভাল দেখায়
পুলকিত নয়নে তাই তোমার
ঘুমাতোর মুখের পানে তাকাই ।
করি কি এখন
বাসিব ভাল না বাসিবনা
জানিনা মানুষ কি করে ভালবাসে
অতীতেই বা কি করে বেসেছিল ভাল,
আমি তোমাকে দেখেই
তোমাকে ভালবেসেই বাঁচি
স্বভাবই মোর ভালবাসা ।
প্রতি বিকেলই তো ভালবাসতে
নীজকে নীজেই প্রশ্ন করি
এখন মন কেন উদাশীন
হারায় কেন তোমার নয়ন,
তোমিতু আমায় করনি গ্রহণ
নিজের ক্ষতি নীজেই করেছি
অনুভবে আসে তা অনুখন ।
আমি নিশ্ব: দরিদ্র অতি
মুর্থতায় মেখে দু:খ অনুভবি
খেজুরের চিকন কাটা ফুরে
দিয়েছ চোখে দিব্য জোতি
তোমাকে ভালবাসাবাসির
এটাই কারণ ও অকারণ
কিছু যেমন আছে তেমনি আবার
কিছুই নেই সবই অসাধারণ ।
কিছু আতঙ্ক কিছু শোক
হয়ে তারার মত ফুটাফুল
জানালে ঋণ শোধ হবেই
দিলে শেষ চুম্বন টুকুই ।
ছবি সুত্র : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:২০