ঘটনার সূত্রপাত বৃতি'র একটি ফেসবুক স্ট্যাটাস থেকে। ব্লগারদের লেখা নিয়ে তার একটি বই প্রকাশের ইচ্ছে থেকে ২০১৭ এর বইমেলায় ব্লগারদের সংকলন "ঋদ্ধ-এক" প্রকাশিত হয়। সময়ের স্বল্পতার কারনে লেখা খুব দ্রুত সংগ্রহের করে বই ছাপানোর জন্য তাড়াহুড়োর কারনে আগে থেকেই বই প্রকাশের ব্যাপারে সকলকে অবগত করা সম্ভব হয়নি। যেহেতু ধারাবাহিকভাবে 'ঋদ্ধ' প্রকাশ হবে তাই আগামীতে আরো গুছিয়ে আপনাদের সামনে 'ঋদ্ধ'কে হাজির করতে পারবো বলে আশা রাখছি। ঋদ্ধ নিয়ে আমাদের ভাবনাগুলোকে এগিয়ে নিতে হলে সকল ব্লগারদের সহযোগিতা একান্তভাবেই কাম্য।
বইটি সম্পদনা করেছেন কুশল, বৃতি এবং আমিনুর (আমি), এভাবেই লিখা আছে বইয়ে। সম্পাদনায় আমার ও কুশল এর নামটা আসলে নামকাস্তেই বলা যায়। আমরা খুব বেশী কিছু যে করেছি বইটি প্রকাশের পিছনে বললে তা ভুলই হবে। বইয়ের পরিকল্পনা থেকে শুরু করে সম্পাদনা অনেকটা একক হাতেই করেছে বৃতি। আর বইয়ের চমৎকার প্রচ্ছদটি যিনি করেছেন তিনি আর কেউ না আমাদের সকলের প্রিয় কাভা। বইটির প্রকাশক -শীর্ষ প্রকাশনী এবং পরিবেশক এক রঙ্গা এক ঘুড়ি। বইটি প্রকাশের ক্ষেত্রে আরো একজনের অক্লান্ত পরিশ্রমের কথা না বললেই নয়, উনি হলেন নীল'দা (নীলসাধু)।
এবার আছি বইয়ের কথায়, বইটিতে আছে ৫টি ভাগ যার মধ্যে ১২টি গল্প, ১২টি কবিতা, ৫টি মার্তৃভুমি, ২টি ভ্রমন কথা এবং ২টি স্মৃতিচারণ।
যাদের লিখা পাবেনঃ
গল্প
১। বিশ্রাম – মাহফুজুর রহমান সজীব
২। অ আ ক খ – আবদুর রাজ্জাক শিপন
৩। কোন মায়াজালে বেঁধেছো- ইশরাত জাহান তিথি
৪। দেয়াল অথবা অসুস্থতা - আফ্রি আয়েশা
৫। বাসর এবং ফ্রানৎজ কাফকার পোকার গল্প - ইসতিয়াক অয়ন
৬। আরিনা – অপু তানভীর
৭। ফাঁকি –এরিস
৮। রুনুর সুইসাইড নোট – মাক্স
৯। গ্রহান্তর – বাপ্পী
১০। পতিতা অথবা মানুষ - শুচি
১১। ব্যাঙ – কামরুল হুদা
১২। কালবোশেখ – মামুন রশিদ
কবিতা
১। বিবর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া - রাইসুল সোহান
২। আমার স্ত্রীকে হতে হবে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
৩। পূর্ণতা - মনিরা সুলতানা
৪। দণ্ডিত মৃত্যুর দিকে - কৃষ্ণ জলেশ্বর
৫। সাক্ষী - পেন আর্নার
৬। আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন - শহিদুল ইসলাম
৭। নস্টালজিক - নাহার লুনা
৮। জোনাকচারী- হাসান মাহবুব
৯। স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি - স্বপ্নবাজ অভি
১০। ছিন্ন ভিন্ন ব্য কা চ্চি পি - নয়ন আহমেদ
১১। বেশ্যাবৃত্তিক রাজনীতি! - একজন আরমান
১২। সুগাতা পাতা উল্টায় না কেন? – শরৎ চৌধুরী
মাতৃভূমি
১। মৃত্যুঞ্জয়ী জুয়েল - প্রবাসী পাঠক
২। "বীরাঙ্গনা ও যুদ্ধ শিশু" এবং এক অসহায় অনুচ্চারিত ইতিহাস সময় হবে কি
দেখার? - শারমিন রেজোওয়ানা
৩। চির রহস্যময় কিংবদন্তী ভবিষ্যবক্তা খনা - শায়মা হক
৪। ক্রমবর্ধমান নগরায়নঃ কোন পথে বাংলাদেশ? - অগ্নি সারথি
৫। ঢাকা গ্লাস টাওয়ার - তউসিফ সাদাত আহমেদ
ভ্রমণ
১। ট্র্যাভেল লগঃ কানকুন এবং অন্যান্য – নাঈমা
২। সিপ্পির পথে পথে – তুষার কাব্য
স্মৃতিকথা
১। আমি, ব্লগ এবং ব্লগার – আমিনুর রহমান
২। স্মৃতির দরজায় টোকাঃ সাদা-কালো জীবন - সুরঞ্জনা মায়া
বইটি পাবেন কোথায়ঃ
মেঘফুল
স্টল নং ৭৯
লিটল ম্যাগ চত্ত্বর
একুশে বইমেলা'২০১৭
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬