সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা।
ডিসেম্বর মাস বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ন একটা মাস। তবে বাংলা ভাষাভাষী ব্লগারদের জন্য বিজয়ের মাসে যোগ হয়েছে বাংলা ব্লগ দিবস এবং বাংলা ভাষার প্রথম ব্লগ " সামহোয়্যার ইন ... " এর জন্মদিনও। এছাড়া ব্লগারদের অংশগ্রহণে প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন র্যালীর আয়োজন করা হয়ে থাকে, যা নোটিস বোর্ডের মাধ্যমে পোষ্ট দিয়ে সামু কর্তৃপক্ষ তার সময় ও স্থান জানিয়ে দেয় ব্লগারদের এবং ডিসেম্বর মাসের শুরুর দিকেই তা প্রকাশ হয়ে থাকে।
এখনো পোষ্ট না আসায় এবং গত কয়েকবছর অফ লাইনের কার্যক্রমের হার কম হওয়ায় আমার কাছে মনে হচ্ছে কর্তৃপক্ষ সম্ভবত এবার আর র্যালীর আয়োজন করবে না। না করার হয়ত যুক্তিযুক্ত অনেক কারণই আছে। কর্তৃপক্ষ এ আয়োজন না করলেও আমার কাছে মনে হয় ব্লগারদের সে দায়িত্ব নিয়ে প্রতিবছর এই র্যালী আয়োজন করে তা অব্যহত রাখা। এর আগে কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে একবার ব্লগ দিবস আয়োজন থেকে বিরত ছিলো কিন্তু ব্লগাররা নিজেরা উদ্যোগ নিয়ে ব্লগ দিবসের আয়োজন করেছিলো। কেননা অশুভ কোন শক্তির সামনে শুভ শক্তি কখনই পরাজয় করতে পারে না। আশা করছি এবারও মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র্যালীর আয়োজন হবে।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ...
আশা করছি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার আমরা আবার মিলিত হবো সকালে জাতীয় জাদুঘরের সামনে। আপনাদের মতামতের পরেই র্যালীর বিস্তারিত নিয়ে আবারো পোষ্ট আসবে এবং সেটা আমি আশা করবো এখন যারা নিয়মিত তারাই কেউ সে উদ্যোগ নিজ কাঁধে নিয়ে এগিয়ে আসবে ...
আমাদের একসাথে এই পথচলা যেন থাকে চিরজীবন ..
পুর্বের কয়েকটি র্যালীর পোষ্টঃ
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
৪। Click This Link
৫। Click This Link
৬। Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২