আউলা বাউলা ছবি নিয়ে আবারো একটা ছবি ব্লগ দিয়ে দিলাম। ভালো লাগলে তো ভালো বলবেনই তবে ভালো না লাগলেও ভালো বলতে হবে। না হইলে কইলাম খবর আছে।
এই ছবিটা তুলেছিলাম রাজেন্দ্রপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যানের প্রজাপতি পার্ককে।
এই ছবিতে রাজকান্দি রিজার্ভ ফরেস্টে গিয়ে তুলেছিলাম।
কাপ্তাই নৌ ঘাটিতে তোলা।
আমাদের ফ্যাক্টরীর সামনে।
শ্বশুরবাড়ীর উঠোন থেকে তোলা সুপার মুন।
সম্ভবত আলুবোখারার ফুল। আমাদের ফ্যাক্টরির ফলের বাগান থেকে তোলা।
প্রজাপতি পার্ক থেকে তোলা।
তুলা উন্নয়ন বোর্ড থেকে তোলা
আমার অফিসের বারান্দা।
সবসময় আমার ছবি ব্লগে আমার প্রিয় একটা কবিতা দেই এবারের কবিতাঃ
আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
ছবিতে মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্র ...
এই ছবিটি দেখলে নিজের বাল্যকাল মনে পড়ে যায়। কত সুখময় ছিলো সেই দিনগুলো। কোথায় হারিয়ে গেলো সেই সময়গুলো। হারিয়ে গেছে সেই সময়ের বন্ধুরা। মাঝে মাঝে হঠাৎ করে হয়ত ২/১ জনের সাথে দেখা হয়ে যায়। মনে হয় কত আপন সেই সম্পর্ক। যুগের পর যুগ চলে গেলো সেই বন্ধুত্তের মাঝে মধ্যে কোন দুরত্ব তৈরি হয় না। আজকের আমার এই পোষ্ট ছোটবেলার খেলার সাথী সেই বন্ধুদের উৎসর্গ করছি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪