সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের শীতার্ত মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম - ২০১৪ এই শিরোনামে নভেম্বর মাসের ১৩ তারিখে একটি পোস্ট দিয়েছিলো ব্লগার অপূর্ণ রায়হান। আমাদের উদ্দেশ্য ছিল কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত এলাকা সাদানশ্বর এবং বজরার চরের মোট ৩৮০ টি পরিবারের মধ্যে গত ৫ ডিসেম্বরের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা এবং যার জন্য আমাদের আনুমানিক বাজেট ছিল প্রায় এক লাখ টাকার মতো।
কিন্তু এই পোস্ট প্রকাশ হওয়া পর্যন্ত ব্লগারদের কাছে থেকে সংগৃহীত অর্থের পরিমাণ ১৫,০০০ টাকা ও ২০ স্টার্লিং পাউন্ড। যা নিতান্তই অপর্যাপ্ত। এছাড়াও বেশ কিছু পুরাতন শীতবস্ত্র আমাদের কাছে এসে পৌঁছেছে!
এই মানবিক কার্যক্রমে ব্লগে পোষ্টটি স্টিকি না হওয়ার দরুন হয়ত অনেক ব্লগারদের চোখ এড়িয়ে গেছে ফলে ব্লগারদের লক্ষণীয় অংশগ্রহন না হওয়ার ফলে শীতবস্ত্র বিতরণের প্রথম ও পূর্বনির্ধারিত তারিখ ৫ ডিসেম্বর থেকে একবার বর্ধিত করে ১২ ডিসেম্বর করেছিলাম আমরা। কিন্তু তাতেও তেমন কোন অগ্রগতি হয় নি। কিন্তু মানবিক দৃষ্টিকোন এবং কতিপয় ব্লগার অনুদান প্রদান করায় আমরা উক্ত বিতরণ প্রক্রিয়া বাতিল করতে পারছি না।
সেক্ষেত্রে, আমারা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবশ্যই এবং অবশ্যই নির্ধারিত এলাকায় শীতবস্ত্র বিতরণ করবো। এটা নিশ্চিত ও সফল করার লক্ষ্যে আমাদের আরও একটি সহযোগী সংগঠনের সাথে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এবং নতুন করে আরও একবার আমাদের শীতবস্ত্র বিতরণের তারিখ পুনরায় নির্ধারন করার প্রয়োজন দেখা দিয়েছে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে, প্রয়োজনে আমরা উক্ত সহযোগী সংগঠন এর সহিত একত্রে দুই এলাকার ৩৮০ টি পরিবারের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণ করবো যার সম্ভাব্য তারিখ আগামী ২০ অথবা ২৭ শে ডিসেম্বর।
কেউ যদি এই মানবিক উদ্যোগে সদয় মনে এগিয়ে আসেন তাহলে আগামী ২০ ডিসেম্বর এর মধ্যে পোষ্টের উপরে উল্লেখিত লিঙ্কের পোষ্টে দেয়া বিকাশ, ব্যাংক একাউন্ট অথবা পে-পালে টাকা অনুদান দিতে পারবেন।