আপডেটঃ ৬ (০১/১২/২০১৪)
সেতু আশরাফুল হক আজ ভোর সাড়ে পাঁচটায় তিনি চট্টগ্রাম মেডিকেল মারা যান। আমরা বিশ লক্ষ টাকার কাছে হেরে গেলাম। আপনারা যারা যারা উনার পাশে ছিলেন, বই কিনে, আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ।
ব্লগার সেতু আশরাফুল হক এর "তাহারা এবং হাজার সরীসৃপ" বইয়ের ১০০টি কপি আমার হাতে আছে কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আপডেটঃ ৬ (১০/১১/২০১৪)
১১১নং কমেন্টে বৃতি'র দেয়া কমেন্টে যে ৮৩ জন ব্লগারের একটা লিষ্ট আছে তাদেরকে আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার অনুরোধ রইল।
১০৭ নং কমেন্টটা আপডেট করে দিলাম এখানে।
বৃতি বলেছেন: আমিনুর ভাই, আমি ৮৩ টা বই কিনব। কিন্তু যেহেতু দেশে থাকি না, তাই বইগুলো আমার ব্লগার ভাই-বোন-বন্ধুদেরকে উপহার দিতে চাই, যদি আপনি তাঁদেরকে বই পৌঁছে দেয়ার দায়িত্বটা নেন। আর বন্ধুরা যদি এতে আপত্তি না করেন। আমাকে কাইন্ডলি জানাবেন।
আপডেটঃ ৫ (০৮/১১/২০১৪)
ব্লগার সুলতানা সাদিয়া ৫টি বই
আপডেটঃ ৪ (০৬/১১/২০১৪)
এখন পর্যন্ত যারা বই ক্রয় করেছেনঃ
ব্লগার ত্রিশোনকু ১০টি বই
ব্লগার আবু শাকিল ১টি বই
ব্লগার মৃদুল শ্রাবন ১টি বই
ব্লগার আমিনুর রহমান ১টি বই
আপডেটঃ ৩ (০৩/১১/২০১৪)
এখন পর্যন্ত যারা বই ক্রয় করেছেনঃ
ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ২টি বই
ব্লগার মুহিব জিহাদ ৫টি বই
ব্লগার ঘাসফুল ৩টি বই
ব্লগার মোস্তফা কামাল পলাশ ১টি বই
ব্লগার আমিনুর রহমান ১টি বই
আপডেটঃ ২ (০৩/১১/২০১৪)
এখন পর্যন্ত যারা বই ক্রয় করেছেনঃ
ব্লগার জাফরুল মবীন ৩টি বই
ব্লগার মাঈনউদ্দিন মইনুল ২টি বই
ব্লগার এহসান সাবির ২টি বই
ব্লগার অপুর্ন রায়হান ১টি বই
ব্লগার আমিনুর রহমান ২টি বই
ব্লগার কুনোব্যাঙ ১টি বই
ব্লগার স্নিগ্ধ শোভন ১টি বই
ব্লগার খাটাস ১টি বই
ব্লগার মুহিব জিহাদ ১টি বই
আপডেটঃ ১ (০২/১১/২০১৪)
ব্লগার জাফরুল মবীন এই পোষ্টের ৩৩ নং কমেন্ট থেকে নেয়াঃ
ব্লগার সেতু ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার।তাই সিদ্ধান্ত নিয়েছি আরও ৩টা বই কিনে ব্লগের ৩ মানবতাবাদী ব্লগারকে উপহার দিয়ে তাদের মানসিকতাকে সম্মান জানাব।আমার নমিনেশনগুলোঃ
১)ব্লগার জানাঃএই মানুষটির মানবিকতা ও অভিভাবকত্বের কারণে এই প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে সহযোগিতা করা সম্ভব হয়েছে এবং হচ্ছে।
২)ব্লগার আমিনুর রহমানঃ যিনি সামুর অঘোষিত সমাজ কল্যাণ মন্ত্রী।অন্যের জীবন বাঁচাতে এই মানুষটি সবসময় ছুটে যান।আজও তার ব্যতিক্রম করেননি।
৩)ব্লগার লিরিকসঃএই ছোট্ট মানুষটি সামুর ব্লগারদের মন ভাল রাখতে গান উপহার দিয়ে যাচ্ছে নিরলসভাবে;অনেকক্ষেত্রেই তা ব্লগারদের পছন্দমত।ব্লগারদের প্রতি তার এই ডেডিকেশনকে সম্মান জানাচ্ছি।
লাখ টাকায় নয় মাত্র ৩০০ টাকায় একটি বই ক্রয় করে একজন মানুষকে বাঁচানো সম্ভব তাহলে কেনো আমি সেই মানুষটিকে বাঁচানোর জন্য এগিয়ে যাবো না। ব্লগার সেতু আশরাফুল হক কে বাঁচানোর জন্য যদি আমরা ৬৬৬৬ জন ব্লগার ৩০০ টাকায় তার লিখা একটি বই ক্রয় করি তাহলে তাকে বাঁচানো সম্ভব। সত্যিই তাই !
উনি জন্মগতভাবেই একটিমাত্র কিডনি নিয়ে জন্মেছেন। উনার সেই কিডনি এখন প্রায় ৭৫ শতাংশই অকার্যকর। গত ২২ তারিখে উনার সাথে কথা বলে যা জেনেছি ডাক্তার উনাকে অতিসত্বর কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছে। যদি উনি অতগুলো টাকা যোগাড়ে ব্যর্থ হন তাহলে উনাকে ডায়ানাইসিস করে যেতে হবে নিয়মিত। আমি ঠিক জানি না তবে যতখানি দেখেছি ডায়ালাইসিস একটা জটিল প্রসেস ও কষ্টদায়ক এমনকি যদি রোগী শারীরিকভাবে প্রস্তুত না হন তাহলে অনেক সময় ডায়ালাইসিস করা যায় না। ডায়ালাইসিস বেশীরভাগ ক্ষেত্রেই একজন মানুষের প্রানশক্তি শুষে নেয়। সেতু ভাই পেশায় একজন কলেজ শিক্ষক। উনি বর্তমানে "চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির সাথেও জড়িত। যেহেতু উনার কোন ডোনার নাই তাই উনার কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ২০ লক্ষ টাকার মতো প্রয়োজন। যা যোগাড় করা বলতে গেলে উনার আয়াত্তের বাইরে। তাই উনি সকলের কাছে উনার বই ক্রয়ের মাধ্যমে সহযোগিতা কামনা করছেন। এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও উনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
উনার লিখা ১৪টি গল্পের সমন্বয়ে কিছুদিন আগে প্রকাশিত বই "তাহারা এবং হাজার সরীসৃপ"। । বইটির মূল্য নির্ধারিত হয়েছে ৩০০ টাকা। ৬৬৬৬ জন যদি সেতু ভাইয়ের এই বই একটি করে ক্রয় করেন তাহলে উনি সুস্থ ও স্বাভাবিকভাবে আমাদের সাথে সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকবেন। আসুন আমরা সকলে এগিয়ে আসি একজন মানুষকে বাঁচানোর জন্য।
বই ক্রয়ের ব্যাপারে যোগাযোগ করতে ফোন করুনঃ ০১৭১৮৫৪২০৫১
ঢাকায় যে ঠিকানায় বইটি পাওয়া যাবে:
বুক-মেকার প্রকাশনী বাংলাদেশ লিমিটেড।
৮৫, গ্রাউন্ড ফ্লোর
কনকর্ড এম্পেরিয়র
কাঁটাবন, শাহবাগ।
বইটি চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে নন্দনে বইঘর ও বাতিঘরে পাওয়া যাচ্ছে।
এছাড়াও বইটি পাওয়া যাবে কারিগর.কম এ। এই বই থেকে কারিগর.কম কোন অর্থ গ্রহণ করবে না। সমুদয় অর্থ লেখকের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে দেয়া হবে। ০১৯৪৩ ৮২৮২৮২ নম্বরে ফোন করেও অর্ডার দিতে পারেন। ডেলিভারী চার্জ মাত্র ৳ ৩০.০০
এছাড়াও যারা সেতু ভাইকে আর্থিকভাবে সহযোগিতা করতে চান-
হিসাবের নাম: আশরাফুল হক
সঞ্চয়ী হিসাব নম্বর: ১২৯.১৫১.২৩৮৮৬
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিডিএ এভিনিউ, চট্টগ্রাম।
ওডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং নং-০১৭১৮-৫৪২০৫১২।
২. হিসাবের নাম: আবু ইসমাইল মোঃ আশরাফুল হক
সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৯৪২/৮ জনতা ব্যাংক, ওয়াসা শাখা, চট্টগ্রাম।
সেতু ভাইয়ের ব্যাক্তিগত বিকাশ নং- ০১৭১৮৫৪২০৫১
আমার সাথে যোগাযোগ করতে চাইলেঃ ০১৭৫৫৩০৬০২১
সেতু ভাইকে নিয়ে ব্লগার আলম দীপ্র’র পোষ্ট।
আমার এই পোষ্ট লিখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই ব্লগার বৃতি কে যিনি আমাকে ইভেন্টে আমন্ত্রণ জানিয়ে সেতু ভাইয়ের বিষয়ে অবগত করেছেন এবং ব্লগার জাফরুল মবীন যিনি আমার মতো অলস লোককে এই পোষ্ট লিখতে বাধ্য করেছেন।
সেতু ভাইয়ের ভেল্যুর খ্রীস্টান মিশনারী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া আমার মেডিকেল রিপোর্ট। ধারাবাহিক এক থেকে পঞ্চম পৃষ্ঠা।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮