বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করলে মিথ্যা/দুর্নীতি/সন্ত্রাসী/অনিয়ম ইত্যাদি খারাপ ছাড়া ভালো কিছু দেখতে পাই না। এই পর্যন্ত কখনো শুনতে পাই নি যে, এক দলের কোন কাজ কে অন্য দল সমর্থন করেছে। এক দল যতই ভালো করুক আর খারাপ করুক তা অন্য দল কখনো ভালো বলে না। এই ধরনের রাজনীতি আর কত চলবে। এই রাজনীতির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। রাজনীতিবিদরা মানুষের কল্যাণ করার জন্য ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা মানুষের কল্যাণ বাদ দিয়ে নিজেদের কল্যাণ করে থাকে। আমরা যদি বর্তমান সরকারের দিকে লক্ষ করি, তাহলে দেখতে পাব যে, এম পি ও মন্ত্রিদের নির্বাচনের আগে তার আর্থিক অবস্থা কেমন ছিল আর এখন কেমন আছে ? আপনারা যদি একটু লক্ষ করলেই তা খুব সহজে বুঝতে পারবেন। আসলে আমাদের দেশে মানুষের জন্য কিছু করার লোকের অভাব। কারণ কেউ এই দেশে বা এই দেশের মানুষকে ভালো বাসে না। একটি রাজনৈতিক দল তার সকল প্রকার কাজ করার জন্য অঙ্গ সংগঠন তৈরি করে। যোমন ছাত্র দের নিয়ে তারা তৈরি করেছে ছাত্র সংঘ/ছাত্রলীগ/ছাত্রদল ইত্যাদি। কিন্তু তারা কখনো খোজ নিয়ে দেখে না যে, আসলেই ছাত্ররাই কি এই সংগঠনের সদস্য। তারা কি সংগঠন করার যোগ্য।
বাপের খাইয়া দলের জন্য কাজ করে যারা তারা কি .....?
যারা সংগঠনে নামে চাদাবাজি করে তারা কি.....?
যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে রাজনৈতি করে সময় কাটায় তারা কি ....?
স্বার্থের জন্য যারা মানুষ হ্যাত করে তা কি ..?
আসুন সুস্থ রাজনীতি করি
দেশকে ভালোবাসি..................
মানুষের পাশে থাকি।