এই যে ধানমন্ডি লেক।
এই যে আমি।
এই যে তুমি বই নিয়ে বসে আছো সরবরের অপজিটে।
এই যে আমি তাকিয়ে আছি টগবগ করে।
এই যে তোমার ঘন চুল এক পাশে ফেলে রেখেছ লতার মত।
এই যে চশমাটা খুলে পাশে রাখলা।
এই যে বুকের ভেতরে কুয়াশা ঢুকে হাহা কার করে দরফর করে উঠল।
এই যে আমর চোখে নেশা ধরিয়ে অস্থিরতায় ডুবিয়ে দিলে।
এই তো আমি ভালই ছিলাম।
এই তো আমি উঠতে পারতেছি নাহ।
আমার যে এখন খুব কথা বলতে ইচ্ছা করতেছে।
কিন্তু আমি তো পারলাম নাহ।
তাই তো আমি শীতকালেও নীল আকাশ খুঁজতে খুঁজতে বাসায় চলে আসলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩