২৪ ঘন্টার মধ্যে ঘুমানো আর কাজের টাইম বাদে পুরো সময়টাই সামহোয়ারে কাটাই বলা যায়। ব্লগারদের সাথে চিন্তাভাবনা বা মতামতের যথেষ্ঠ ভিন্নতা অভিন্নতা আছে, তবু তাদের সবার উপস্থিতি এবং সাহচর্য্য ভীষন উপভোগ করি। সেকারণে সহব্লগার হিসাবে ব্লগিং করতে গিয়ে তারো শাস্তি হলে বা কেউ ব্যান হলে তার জন্য সহানুভূতি প্রকাশের জন্য এগিয়ে যাই। কেউ এসব নিয়ে পোস্ট দিলে সেখানে কমেন্ট করে সহমর্মিতা জানিয়ে আসি। এই মানবিক বিষয়টি নিয়ে কেউ যদি রগড় করে বা বিপ্লব/চেঁচামেচি/হাউকাউ বলে কটাক্ষ করে তখন তা গায়ে লাগে।
প্রায় লক্ষ করেছি ব্লগে এক বিশেষ মাতব্বর শ্রেণীর ব্লগার, কর্তৃপক্ষের সাথে যাদের সম্পর্কের কথা কমবেশি সবার জানা, তারা বিশেষ বিশেষ মুহুর্তে বিবেকের ভুমিকায় অবতীর্ণ হয়ে নিজেদের ক্ষমতার কথা প্রকাশ করতে চান। বিভিন্ন মন্তব্য এবং পোস্টের মাধ্যমে তারা জানিয়ে দিতে চান সাধারন ব্লগারদের সাথে তাদের পার্থক্যের কথা। কিছু ব্লগারকে মাতব্বরি করার বাড়তি ক্ষমতা দেয়া হয়েছে এরকম কথা কিন্তু সামহোয়ারের দীর্ঘ নীতিমালার কোথাও লেখা নেই। নিজের খেয়ে ব্লগিং করি, সুতরাং খুবই সংগত কারণে এ জাতীয় মাতব্বরিতে একজন সাধারন ব্লগার হিসাবে চরমভাবে অপমানিত বোধ করি।
কোন বিষয়ে মডারেটরদের বা কর্তূপক্ষের কোন বক্তব্য থাকলে সেটা নোটিশবোর্ডের মাধ্যমেই আসা উচিত। মডারেটর ছাড়া অন্য কারো মাতব্বরি সহ্য হয় না।
নিজেকে অগ্রীম ব্যান মুবারক। খুদাপেজ।