গত রাতটি ছিল স্বপ্নেরমত;
চাঁদের রুপোলি আলোয় কিছুক্ষণ ঘুম।
মাঝে মাঝে জেগে ওঠা,
কিছুক্ষণ চাদেঁর পানে চেয়ে থাকা।
ঠিক প্রেমিকার দিকে মানুষ যেমন করে তাকায়,
আমি চাঁদের দিকে চেয়ে থাকি,
চাঁদ আমাকে রুপোলি আলোয় ছুয়ে দিয়ে যায়।
সে যেন অপার্থিব চুম্বন!!!
তারপর আবার কিছুক্ষণ ঘুম।
এবার ঘুমের মাঝে এক রাজকন্যার আগমণ,
অপলক নয়নে তার দিকে চেয়ে থাকি।
কারো মুখে কোন ভাষা নেই,
শুধুই চেয়ে থাকা।
বারবার একই ঘটনাই ঘটেছে গতরাতে।
কিন্তু সেই রাজকন্যার মুখখানি আর মনে পড়ছে না,
সেও বুঝি হারিয়ে গেছে গত রাতের চাঁদের সাথে।
প্রতীক্ষায় রইলাম নীল চাঁদ,
আর সেই রাজকন্যার জন্য।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৫