আমি বেশ কিছুদিন যাবত ইন্টারনেটে ফটোগ্রাফি বিষয়ে পড়ছি। এখন একটি ডিএসএলআর ক্যামেরা কেনা দরকার। একটা সাইটে কি ধরনের ক্যামেরা ভাল কিরকম হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি নিয়ে বহু তথ্য রয়েছে। সেই অনুযায়ী ক্যামেরা খুঁজেও পেয়েছিলাম। কিন্তু দাম দেখে কষ্ট পেয়েছি! আপাতত ৩৫-৪০ হাজারের ভেতরে কিনতে চাচ্ছি একটা ডিএসএলআর ক্যামেরা; কোনটা ভালো হবে সেটা বুঝতে পারছি না।
যারা ক্যামেরা ব্যবহার করে অভ্যস্ত, তাদের কাছে পরামর্শ চাচ্ছি। দাম, কোথায় পাওয়া যাবে, সুবিধা অসুবিধা, ওয়্যারেন্টি, ইত্যাদি বিষয়ক তথ্য দিয়ে সাহায্য করলে উপকৃত হবো।
আমি থাকি চট্টগ্রামে। এখানে কোথায় ভালো ক্যামেরা পাওয়া যাবে আর না গেলে ঢাকায় কোথায় পাবো ইত্যাদি জানতে চাচ্ছি।
এখানে অনেক অভিজ্ঞ ইউজাররা রয়েছেন। আমি এখানেও এ বিষয়ে অনেক পোস্ট পড়েছি। এত বেশি পড়ে আমি এখন দ্বিধায় ভুগছি। অভিজ্ঞজনের আন্তরিক পরামর্শ আশা করছি।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৯