আজ হঠাৎ টেলিভিশন এর চ্যানেল চেন্জ করতে গিয়ে একটি ইন্ডিয়ান চ্যানেল এ চোখ পড়লো। ওদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান এর সাথে নাচ হচ্ছে। ওদের সেই উদোম নগ্ন নৃত্য নয়, অত্যন্ত শালীন নৃত্য বাচ্চাদের নিয়ে।
নৃত্য নিয়ে আমি কথা বলতে চাইছি না, চাইছি ওদের গানের সূর নিয়ে কথা বলতে। আমি হিন্দি ভাল বুঝিনা, বুঝি কিছু শব্দ যেগুলোর উচ্চারণ অনেকটাই বাংলা ভাষার মত। কিন্তু কয়েকটি গানের সুর ও দ্রোতনায় মুগ্ধ হয়ে আমার চোখে পানি চলে এসেছিল।
একটি নাচ এর গান ছিলো আমার সোনার বাংলা এবং কারার ঐ লৌহ কপাট। আমার স্বল্প জ্ঞানে যা বুঝি এদুটি গানও মডিফাই করা হয়েছে সামান্য। কিন্তু শুনতে একটুও খারাপ লাগছিলো না।
কারার ঐ লৌহ কপাট শোনার সাথে সাথে আমার মনে পড়ে গেল সালাম সালাম হাজার সালাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে প্রভৃতি গান। চোখে আরেকবার পানি চলে আসলো।
অনুষ্ঠান দেখে যা বুঝলাম, ওদের শুধু বন্দে মাতরম নিয়েই অনেক গান আছে, এবং প্রতিনিয়তই হয়তো আরও তৈরি হচ্ছে।
কিন্তু আমরা কি করছি? আমরা কেন নতুন নতুন দেশাত্মবোধক গান তৈরি করতে পারছি না। আমাদের গান কেন আমি তুমি তে সীমাবদ্ধ? আমরা কি ধীরে ধীরে মেধাশুন্য জাতিতে পরিণত হয়ে পড়ছি?? আমরা কেন আমাদের কালচার পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছিনা?
এফ এম রেডিও চালু করলেই শুনি ডিসকো বান্দর আর রুপবানদের গান। আবার কে এনএসউ এআইউবি এর মেয়েদের ওড়না ছাড়া কোমর দুলিয়ে নাচায়। কখনো কখনো সবাইকে বন্যও বানিয়েও ছাড়ে। এসব গান কে আমি সমর্থন করিনা কারণ এগুলো আমাদের কালচার কে রিপ্রেজেন্ট করেনা। তবে আমি মানাও করছিনা এসব গান শুনতে বা বাজাতে। কিন্তু এমন নিয়ম তৈরি করা উচিত যাতে সারাদিনের বাজানো গানের অন্তত ৩০% যেনো দেশাত্মবোধক গান হয়। এতে শিল্পিরাও উৎসাহ পাবেন নতুন নতুন দেশাত্মবোধক গান তৈরি করতে। তেমনি নতুন প্রজন্মের ভিতর স্বদেশচেতনা সদাজাগ্রত থাকবে। পাশাপাশি নতুন সুরের দ্যোতনা আমাদের কালচার কেও পৃথিবী ব্যাপি ছড়িয়ে দিতে সাহায্য করবে।
আমি বুঝতে পারছি অনেকই আমাকে ভাদা বলবেন এখন, তাদের উদ্দেশ্যে বলছি আমার আগের লেখাগুলো ও কমেন্টস পড়ে দেখুন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৪