এক গ্রাম্য রাগী কৃষকের খুব অসুখ করল। তো কিছুদিন অসুখে ভোগার পর সে ডাক্তারের কাছে গেল ডাক্তার তার মুত্রপরীক্ষা করার জন্য একটা সেম্পলের বোতল দিল আর বলল, সকালে এই বোতলে প্রস্রাব করে দুপুরে ল্যাবে জমা দিবেন আর বিকালে আমার সাথে দেখা করবেন। বাড়িতে ফিরে, সকালে ওই বোতলে প্রস্রাব করল। অসুস্থ কৃষক, প্রস্রাব হলুদ রঙের হল। এতে প্রথমে সে ঘাবড়ালেও মনে সাহস যুগিয়ে বোতলটা খাটের নিচে রেখে দিল। তো দুঃভাগ্যক্রমে সকালে বউ রান্না করার সময় তেলের বোতল খুজে না পেয়ে ঐ বোতলকে তেল মনে করে রান্নার কাজ সারল। তারপর দুজন মজা করে সকালের খাবার খেল। খাওয়া দাওয়ার পর কৃষক প্রস্রাবের বোতলের কথা বললে বৌ তখন ঘটনা বুঝতে পারল। চতুর বউটা মার খাওয়া ভয়ে তাড়াতাড়ি বোতলটা নিজের প্রশ্রাব দিয়ে ভরে খাটের নিচে রেখে দিল।কৃষক দুপুরে ল্যাবে সেম্পলের বোতল জমা দিল আর বিকালে ডাক্তারের সাথে দেখা করতে গেল। কৃষক যখন বিকালে ডাক্তারের কাছে সেম্পল রিপোট জমা দিল তখন
ডাক্তার বলল: এই সেম্পল কি আপনার?
কৃষকের উওর: জ্বী।
ডাক্তার বলল: তাহলে তো আপনি প্রেগনেন্ট।