কিছু দিন আগে সারাদেশে গুজব ছড়িয়ে ১ টাকার লাল কেয়েন গুলি বাজার থেকে তুলে নেয়া হলো ।১ টাকার সোনালি কয়েন কোথাও ১০ টাকা হতে ২০০ টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হয়েছে ।অনেকে লোভে সে সব কয়েন কিনে জমা রেখেছে । অনেকে ১ টাকার সিলবার কয়েন ও জমা করেছে সে আশায় ,যদি এটারও মূল্য বাড়ে।এটা কী আবুল মালের বুদ্ধিতে না কী বিবির গভর্নর এর বুদ্ধিতে সেটা এখনও বুঝা গেলো না।সারা দেশে এ বিষয়ে ব্যাংক কোনো ব্যবস্হা নেয় নি।
কিছুদিন পরই আমরা জানতে পারলাম ।১ টাকার কয়েন আসলে সরকাই তুলে নিয়েছে ভিন্ন কৌশলে ।কারণ, তারা ১ টাকা মূল্য মানের শেখ মুজিবের কয়েন বাজারে ছাড়তে চায়।কিন্তু প্রচলিত পদ্ধতিতে সাধারন জনগনের কাছ থেকে ১ টাকার কয়েন সংগ্রহ করা যাচ্ছিল না।কারণ ,১ টাকার কয়েন এ ব্যাংক লেনদেন হয় না।
এ দিকে জনগন হাটঁ-বাজারে নিয়মিত ভাবে প্রতারিত হতে থাকল ।কারন, দোকান দার ১ টাকার পরিবর্তে দিতে চায় ১ টাকার চকলেট ।কারণ হিসাবে তারা বাজারে ১ টাকার কয়েন অভাবের কথা বলতো ।কিন্তু ১ টাকা মূল্য মানের শেখ মুজিবের কয়েন বাজারে ছাড়া হলেও দোকান দার রা সেই চকলেটই দিতে চায়।অনেকেই চকলেট নিতে চায় না ।তারা বলে ১ টকার শেখ মুজিব দেন।
এভাবে বাজারে ১ টাকার শেখ মুজিব আর ১ টাকার চকলেট প্রতিদ্বন্দিতা করছে ।