Jim Carrey কে আমরা ছিনে থাকি তার স্বভাব সুলভ হাশি খুশি অভিনয়ের জন্য। কমিক অভিনয়ের জন্য তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। Steve Carell আর Jim Carrey এর মাঝে কে সেরা টা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু আমার কাছে মতামত চাইলে আমি বলবো অবশ্যই Jim Carrey. আমার মতে অসাধারন প্রতিভাবান এই মানুষকে সঠিক ভাবে মূল্যায়ন করা হয় নি।
যাই হোক Jim Carrey সাধারনত কমিক রোলে অভিনয় করে থাকলেও কিছু ভিন্নধর্মী মুভিতেও কাজ করেছেন। তেমন এক অসাধারন মুভির সাথে পরিচয় করে দেয়ার চেষ্টা করব আজ আমি।
মুভির নাম The Number 23. যারা রহস্য, ড্রামা, থ্রিলার নিয়ে থাকতে ভালবাসেন তাদের অবশ্যই দেখা উচিৎ মুভিটি। মুভির নায়ক Walter Sparrow (Jim Carrey) একজন Animal Control Officer. তিনি তার জন্মদিনের দিন একটি কুকুরকে ধরার জন্য কল পান। কিন্তু দুর্ভাগ্যক্রমে কুকুরটি তাকে কামড় দেয় যার ফলে তার ওয়াইফকে পিক করতে তার দেরি হয়ে যায়। তার ওয়াইফ সেই সময় বইয়ের দোকান থেকে বই (The Number 23) নিয়ে পড়া শুরু করেন অতঃপর সেই বইটি তিনি Walter Sparrow কে উপহার দেন। Walter Sparrow পরে যখন বইটি পড়া শুরু করেন তখন তিনি অবাক হয়ে খেয়াল করেন যে বইয়ের ঘটনার সাথে তার নিজের জীবন অদ্ভুত ভাবে মিলে যাচ্ছে। তিনি যতই বইয়ের গভীরে যাওয়া শুরু করলেন ততই রহস্য তাকে ঘিরে ধরা শুরু করল। এই বইয়ের জন্য তার ২৩ সংখ্যার উপর ১ টা obsession চলে আসা শুরু করল। তিনি পাগলের মত বইয়ের লেখককে খুজে বের করার চেষ্টা করেন। তার ছেলে আর তার ওয়াইফ তাকে এই কাজে সাহায্য করেন। মুভির শেষে অসাধারন কিছু টুইসট আছে আপনাদের জন্য। এই মুভির গল্প মনে থাকবে আপনাদের অনেকদিন।
জয়তু Jim Carrey......