কোরিয়ান মুভির সন্ধান আমি এই ব্লগ থেকেই পাই আর তারপর ১ টা ২ টা করে করে অনেকগুলো কোরিয়ান মুভি দেখা হল আমার। মুভি গুলো আমাকে হতাশ করেনি কোন সময়েই। তারপরেও কিছু মুভি মনের ভিতর দাগ কেটে যায়। তেমনে ১ টি মুভি হল Sad Movie।
হয়তো অনেকেই এই মুভি দেখে ফেলেছেন কিন্তু যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। মনে রাখার মত ১ টি মুভি। মুভির নাম শুনেই হয়তো এর পরিণতি ধারনা করতে পারছেন। ৪ টি আলাদা ভালবাসার গল্প বর্ণিত হয়েছে পুরো সময় জুড়ে। এই মুভি দেখা মানে হচ্ছে আবেগের রোলার কোসটারে বসা। অবশ্য মুভির প্রথম ২/৩ ভাগ মূলত বেশ কমেডি ধাঁচের।
ভালবাসার মানুষকে মনের ভালবাসার কথা জানানো যে কতোটা জরুরি টা এই ছবিতে তুলে দরা হয়েছে। ছবির প্রতিটি চরিত্র মুখ ফুটে বলতে পারে না যে তারা একজন আরেকজনকে কতোটা ভালবাসে। প্রতিটি চরিত্রের হতাশা আপনার মনকে ছুঁয়ে যাবে। কিছুটা বোকা এক ফায়ারম্যান, বেকার যুবক, অসুস্থ মা, আর এক জন বধির মেয়ে মুভির মূল চরিত্র।
গল্প বলার ধরন আপনাকে খুব সহজেই মুভির মাঝে টেনে নিয়ে যাবে। শেষের উপসংহার দেখে হয়তো আপনি আর চোখের পানি ধরে রাখতে পারবেন না। হাজার হোক এটা কোরিয়ান ভালবাসার গল্প।
বিঃ দ্রঃ বেস্ট ফীলিংস পাওয়ার জন্য রাতের বেলা একা দেখবেন। সবার সামনে কান্নাকাটি মুভি দেখে মজা পাওয়া যায় না তেমন।
ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=RedseMK60GE