কোরিয়ান যুদ্ধের পটভূমিকায় বানানো হয়েছে এই মুভি। দক্ষিন কোরিয়ান ৭১ জন স্বল্প প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরের যুদ্ধ তাও কিনা উত্তর কোরিয়ার জাঁদরেল সৈনিকের বিরুদ্ধে। সেই কিশোরদের হাতে পর্যাপ্ত অস্রও নেই কিন্তু বুকে আছে দেশের প্রতি ভালবাসা। তাদের উপর দায়িত্ব পরে উত্তর কোরিয়ার হাত থেকে একটি গার্লস স্কুল বাঁচানো যেই জায়গা কৌশলগত কারনে ২ পক্ষের কাছেই অনেক গুরুত্বপূর্ণ। ৭১ জন কিশোর যার অনেকেই হয়তো জীবনে অস্র ছুঁয়ে পর্যন্ত দেখেনি তারাই উত্তর কোরিয়ান সৈনিকদের বিরুদ্ধে ১১ ঘণ্টা সমান তালে যুদ্ধ করে। মুভির শেষ দিকে সেই কিশোরদের অনেক আপন লাগবে আপনার কাছে। মুভির পরিণতি দেখে আপনার চোখ ভিজে যেতে পারে।
আরেকটি কথা হল সত্যি ঘটনার উপরে বানানো হয়েছে মুভিটি। আইএমডিবি রেটিং ৭.১ আর আমার রেটিং ৮.৮।
যাদের আইডিএম আছে তাদের জন্য লিংক Click This Link
আর যারা টরেন্ট চান তাদের জন্য Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




