একটি পূর্ণাঙ্গ পটকা মাছের বিষে ৩০ জন মানুষেরও মৃত্যু ঘটতে পারে। পটকা মাছের বিষ সায়ানাইডের চেয়ে ১ হাজার ২০০ গুণ বেশি বিষাক্ত।
বিশেষজ্ঞদের মতে, ‘পটকা কোন মাছ নয়, একধরণের জলজ প্রাণী। এর মাথায় একধরনের বিষ থাকে।
তারা জনসাধারণকে এটি ক্রয়-বিক্রয়, রন্ধন ও ভক্ষণ থেকে বিরত থাকার আহবান জানান ।
এ ধরনের বিষক্রিয়ায় আক্রান্তদের ব্রেনের নার্ভাস সিস্টেম দুর্বল করে দেয়। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে দ্রুত মারা যায় রোগীরা।’
দেশের বিভিন্ন বাজারে প্রকাশ্যে পটকা মাছ হিসেবে বিক্রি হয়। এ অঞ্চলের বেশিরভাগ মানুষ এটাকে মাছ হিসেবে খেয়ে থাকেন।
( সূত্র : বাসস)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৭