সবাই নিশ্চয় জানেন Google Earth এ একবার কোন জায়গা দেখলে Automatically সেটা Cache মেমরীতে সেভ হয়ে যায়। পরের বার ওই জায়গা দেখার সময় ইন্টারনেট সংযোগ লাগে না। ধরুন অনেক দিন ধরে অনেক সময়/KB খরচ করে আপনি Google Earth এ আপনার পছন্দের স্থান গুলো Clear করলেন, হঠাৎ কোন একদিন Virus বা অন্য কোন কারনে Windows Setup দিতে হল। অমনি আপনার সব কষ্ট জলে। নতুন করে সব কিছু আবার clear করা শুরু করতে হবে।
না ........................ এই বোকামি আর করার দরকার নেই। Cache মেমরী টা কপি করে নিলেই হল। এখন এই Cache মেমরী টা কই পাবেন ?
Google Earth install করলে dbCache.dat আর dbCache.dat.index নামের দুটি ফাইল তৈরী হয়। Windows 7 এ এই ফাইল এর পাথ হল
C:UserssAppDataLocalLowGoogleGoogleEarth আর এক্সপি তে C:Documents and SettingssLocalSettingsApplicationDataGoogleGoogleEarth. (এখানে s এর বদলে user name হবে) এই পাথ ধরে খুজে না পেলে dbCache.dat লিখে C: তে সার্চ করলেও চলবে। এখন আপনার কাজ হল Google Earth এ দরকারী সব জায়গাগুলো clear করার পর ঐ ফাইল দু' টো কপি করে কোন নিরাপদ জায়গায় (অন্য কোন ড্রাইভ বা pc) রেখে দেয়া। এরপর যখনই pc নতুন Setup দেবেন বা Google Earth নতুন install করবেন তখন এই ফাইল দু' টো ওই আগের ফোলডার এ paste করে দেবেন। বাস , কাজ শেষ। আপনাকে আর সময়/পয়সা খরচ করতে হবেনা। সবকিছু readymade!
নতুন Setup/ install দেবার পর আপনি চাইলেই আপনার বন্ধুর pc থেকেও Cache মেমরী (তথা dbCache.dat) টি কপি করে নিয়ে আসতে পারেন। এই ভাবে আপনি পাবেন ইন্টারনেট সংযোগ ছাড়াই
Google Earth এর মজা !!!
বিঃ দ্রঃ Google Earth install দেবার পর পর প্রথমবার খোলার সময় ইন্টারনেট সংযোগ না থাকলে সাধারণত গ্লোব টা আসেনা । তাই প্রথমবার আপনার নেট সংযোগ লাগবে। পরেরবার থেকে সংযোগ ছাড়াই ব্যবহার করতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮