এনেছ যে মাতাল করা সুরভি
যেন এসেছ এ জীবনে স্বর্গের পুস্প হয়ে...............
না........... তুমি ফুল নও, তুমি এ প্রাণের প্রাণপাখি ,
যে পাখির ডানায় ভর করে হারিয়ে যাব দূর অজানায় .............
ভাই এটা আমার প্রিয়া কে নিয়ে লেখা কোন কাব্য না। এটা মাথা থেকে বের হয়েছে এই ছবিগুলো দেখে

বলেন তো ভাই এইটা কি জিনিস। প্রিয়ার খোঁপায় গুঁজে দেয়ার জন্য কোন ফুল নাকি তাকে প্রেমপত্র পাঠাবার জন্য ডালে বসা কোন পায়রা ?

কনফিউজড ? আরো আছে ..............


এটা হচ্ছে দুনিয়ার অন্যতম একটি দুর্লভ প্রজাতির ফুল। বাংলায় যার নাম দেয়া যেতে পারে পায়রাপক্ষি। ইংলিশ এ একে বলে 'parrot flower' বা 'parrot balsam'. আর যেখানে এটি পাওয়া যায় সেই থাইল্যান্ডে এর নাম "Dork Nok Khaew" বৈজ্ঞানিক নাম Impatiens psittacina


মনে বড় সাধ নিয়ে বসে আছেন এই ফুল পাশের বারান্দায় লাগাবেন !! সাধ করে লাভ নেই। এই জিনিস পাওয়া যায় শুধু থাইল্যান্ড আর মায়ানমার এর কিছু দুর্গম এলাকায়। তাই শুধু ছবি দেখেই খুশি থাকতে হবে।
প্রথমে মনে করা হয়েছিল এটা কোন ভুয়া ছবি। হয়ত কোন ফটোশপ মাস্টার এর কারবার। কিন্তু না। এটা আসলেই সত্যিকারের ফুল

না জানি আর কত কিছু দেখব জীবন এ। জীবন ত মাত্র শুরু .....................
বিস্তারিত
এনেছ যে মাতাল করা সুরভি
যেন এসেছ এ জীবনে স্বর্গের পুস্প হয়ে...............
না........... তুমি ফুল নও, তুমি এ প্রাণের প্রাণপাখি ,
যে পাখির ডানায় ভর করে হারিয়ে যাব দূর অজানায় .............
ভাই এটা আমার প্রিয়া কে নিয়ে লেখা কোন কাব্য না। এটা মাথা থেকে বের হয়েছে এই ছবিগুলো দেখে ..............

বলেন তো ভাই এইটা কি জিনিস। প্রিয়ার খোঁপায় গুঁজে দেয়ার জন্য কোন ফুল নাকি তাকে প্রেমপত্র পাঠাবার জন্য ডালে বসা কোন পায়রা ?

কনফিউজড ? আরো আছে ..............


এটা হচ্ছে দুনিয়ার অন্যতম একটি দুর্লভ প্রজাতির ফুল। বাংলায় যার নাম দেয়া যেতে পারে পায়রাপক্ষি। ইংলিশ এ একে বলে 'parrot flower' বা 'parrot balsam'. আর যেখানে এটি পাওয়া যায় সেই থাইল্যান্ডে এর নাম "Dork Nok Khaew" বৈজ্ঞানিক নাম Impatiens psittacina


মনে বড় সাধ নিয়ে বসে আছেন এই ফুল পাশের বারান্দায় লাগাবেন !! সাধ করে লাভ নেই। এই জিনিস পাওয়া যায় শুধু থাইল্যান্ড আর মায়ানমার এর কিছু দুর্গম এলাকায়। তাই শুধু ছবি দেখেই খুশি থাকতে হবে।
প্রথমে মনে করা হয়েছিল এটা কোন ভুয়া ছবি। হয়ত কোন ফটোশপ মাস্টার এর কারবার। কিন্তু না। এটা আসলেই সত্যিকারের ফুল

না জানি আর কত কিছু দেখব জীবন এ। জীবন ত মাত্র শুরু .....................
বিস্তারিত