হে প্রভু
আমাদেরকে সহজ ইসলাম দাও
কারণ , আমরা অতিশয় দুর্বল ।
আর যারা পূর্ণ ইসলাম চর্চা করে
তারা তো নিজেদের উপর জুলুম করছে ।
হে প্রভু
যারা আমাদের উপর পূর্ণ ইসলাম চাপিয়ে দেয়
তাদের হাত থেকে আমাদের রক্ষা করো
এবং
আমাদের জন্য
ইসলামকে সহজ করে দাও ।
তবে হে মানুষ
যদি পূর্ণ শান্তি চাও
তাহলে পরিবার সমাজ রাষ্ট্রে
পূর্ণ পর্দা প্রথা চালু করো
এবং পুরুষরাও নিজেকে সংযত রাখো ।
শিক্ষা স্বাস্থ্য কর্ম , সব জায়গায়
নারী পুরুষের জন্য
আলাদা পৃথিবী গড়ে তুলো ।
আর
এটাই সত্য যে ,
যতো পর্দা করবে
ততো শান্তি পাবে ।
( ডাঃ আকন্দ ) ।
১. ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২৬ ০