পৃথিবী আজ তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে । পৃথিবীকে বাঁচাতে একটি বিশ্বশান্তি ফর্মুলা দরকার । আমি বর্তমান বিশ্বশান্তির জন্য নতুন একটি ফর্মুলা তৈরি করেছি , যা আমার ফেইসবুক লেখাগুলি থেকে পেয়ে যাবেন । একমাত্র আমিই পবিত্র কোরান থেকে বর্তমান পৃথিবীর জন্য নতুন একটি শান্তি ফর্মুলা তৈরি করেছি । সব মানুষের জন্য ইহকাল এবং পরকাল মুক্তির জন্য এই ফর্মুলা সমানভাবে কার্যকরী ইনশাআল্লাহ ।
মোল্লারা কোটি বছরেও এই ফর্মুলা কোরান থেকে বের করতে পারবে না । তারা একটি গ্রামকেই পুরো বিশ্ব মনে করে । আর সন্ত্রাসীরা একটি দেশ শাসন করে , পুরো বিশ্ব মুসলিমকে সমস্যায় ফেলেছে । চীনের মুসলমানরাসহ অন্যান্য দেশের মুসলমানদের এই সন্ত্রাসীদের জন্য অনেক মূল্য চুকাতে হচ্ছে । ভয় দেখিয়ে বা জোর করে পৃথিবীতে শান্তি স্থাপন করা যায় না । শান্তি স্থাপন করতে হয় ভালবাসা দিয়ে ।
বিশ্বশান্তির নতুন ফর্মুলার মৌলিক কাজগুলি আমি করেছি । ফর্মুলার বাকি কাজ করতে আরো গবেষণা ও সময় লাগবে ইনশাআল্লাহ।
হে মুসলিম বিশ্ব , মানুষ এখন একেবারেই দুর্বল । তাছাড়া এখন ইসলামের দশ ভাগের এক ভাগ আমল করলেই পরকাল মুক্তি মিলবে ইনশাআল্লাহ । এজন্য এখন সব মুসলিমকে অধিক সময় অযুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ কোরান পড়তে হবে । তুমি সর্বোচ্চ সুস্থ হলেও , তুমি আগেকার লোকের চাইতে অনেক বেশি দুর্বল । তাই একটু অলসতা লাগলেই বা সামান্য অসুস্থ হলেই তায়াম্মুম করে নামাজ কোরান পড়ো । এটাই এখনকার ইসলাম ।
তবে আমি মসজিদে নামাজে গেলে অযু করে যাই । মসজিদের ইমাম এবং মুসুল্লিগণকে বলবো আপনারা আমাকে নিয়ে হেজিটেশনে ভুগবেন না , আমি মসজিদে গেলে অযু করেই যাই । এটি বলার কারণ হলো - কোনো আল্লাহ ওয়ালা লোক মসজিদে গেলে এবং তাকে তাজিম না করলে , নামজে আপনি আল্লাহকে দেখতে পারবেন না এবং আল্লাহর সাথে কথোপকথন করতে পারবেন না । এক কথায় ইসলাম হলো আল্লাহ ওয়ালাকে তাজিম করা , যেভাবে সাহাবীগন রাসুল সাঃ কে তাজিম করে ইসলাম শিখেছেন । আল্লাহ ওয়ালাকে তাজিম করা ছাড়া ইসলাম বুঝার দ্বিতীয় কোনো পথ নেই । বাকি যতো পথ আছে সবই তীব্র সন্দেহযুক্ত ।
তায়াম্মুম করলে নামাজে তৃপ্তি কম পাওয়া যায় সত্য । কিন্তু অযুর অলসতার জন্য কোনোভাবেই নামাজ মিস করা যাবে না । যখনই অযু করতে কঠিন লাগবে , তখনই তায়াম্মুম করে নামাজ কোরান পড়ুন , পূর্ণ সুস্থ থাকলেও সব মানুষ এখন একেবারেই দুর্বল । তাই যতোই সুস্থ থাকুন না কেনো , আপনি তায়াম্মুম করে নামাজ কোরান পড়তে পারবেন । তাছাড়া তায়াম্মুম করে নামাজে তৃপ্তি চাইলে আল্লাহ ওয়ালা লোকের পায়ে জীবন নিক্ষেপ করুন । অযুর কাছাকাছি তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ । অতএব বেশি বেশি তায়াম্মুম করুন এবং বেশি বেশি নামাজ কোরান পড়ুন , কারণ এটাই এখনকার ইসলাম ।
( ডাঃ আকন্দ ) ।