আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরাও এখন কথায় কথায় দলিল দেওয়া শুরু করেছে । এটা ওহাবি ও সালাফিদের কাজ । দলিলের প্রয়োজন আছে , কিন্তু বেশি প্রয়োজন ইলমে লাদুনি অর্জন করা । ইলমে লাদুনি অর্জন করতে চাইলে ইলমে তাসাউফ শিক্ষা করতে হবে । ইলমে তাসাউফ অন্তরকে পরিচ্ছন্ন ও নির্মল করে , যা ইলমে লাদুনি অর্জনের পূর্ব শর্ত । তাছাড়া ইলমে তাসাউফ ব্যতীত শরিয়ত পালন করা এবং ইখলাস অর্জন করা একেবারে অসম্ভব । এখনকার পীরেরা বিভিন্ন ব্যাবসা চালু করে লক্ষ কোটি টাকা কামাচ্ছে , যা সম্পূর্ণ হারাম । এসব পীরের নিকট শরিয়ত মারেফাত কিছুই নেই ।
শরিয়তকে যুগোপযোগী করে সংস্কার করতে হবে , কারণ মানুষ এখন একেবারেই দুর্বল । ২০ বছর পূর্বেও ইসলাম পাগল ছিলো , এক আল্লাহর অলীর অছিলায় ইসলাম বর্তমানে কিছুটা সুস্থ । সেই আল্লাহর অলীকে খোঁজ করুন এবং তার নিকট থেকে ইলমে তাসাউফ শিক্ষা করুন । যাতে আপনার নিকট ইলমে লাদুনি নাজিল হয় এবং যাতে করে আপনার এতো দলিলের প্রয়োজন না হয় ।
এখন চরম অশ্লীলতার যুগ । সবাইকে অশ্লীলতা গ্রাস করে ফেলেছে , কিন্তু বর্তমানের কোনো আলেমই অন্তরের অশ্লীলতা মুখে স্বীকার করে না , যা স্পষ্ট মোনাফেকি । অন্তরে সর্বদা অশ্লীল চিন্তা , কিন্তু সব মোল্লারা অভিনয় করে যে , আমাদের মনে কোনো অশ্লীল চিন্তা নেই । এই মোনাফেকি সকল মোল্লাদের চিরজাহান্নামি করবে । অতএব ইসলামকে সহজ করো এবং কঠোরতা ছাড়ো , কারণ তোমার মনের কথা সব সাধারণ মানুষ জেনে গেছে মোল্লা সাহেব । গত ৫ বছর যাবৎ সব মানুষের মন চরম অশ্লীল হয়ে গেছে । যা দৈনিক পত্রিকা পড়লেই বুঝা যায় । আবারো বলছি দ্বীনকে সহজ করুন । দলিলের চাইতে ইলমে লাদুনিকে বেশি গুরুত্ব দিন । ইনশাআল্লাহ সব বুঝতে পারবেন ।
( ডাঃ আকন্দ ) ।