ইদানিং দেখলাম দুই আহলে হাদিস বক্তা , হযরত বায়েজিদ বোস্তামি রঃ কে অকথ্য ভাষায় গালিগালাজ করছে । আরে বোকা জন্ম থেকে চিনি এবং চিনি জাতীয় কিছু খাওনি , তোমাকে পৃথিবীর সবাই মিলে চিনির স্বাদ বুঝাতে পারবে না ।
ইলমে তাসাউফ এমন এক চিনি , যার ভেতরে না ঢুকলে তুমি কিছুই বুঝবে না । আর হযরত বায়েজিদ বোস্তামি রঃ সর্বোচ্চ দামী মিষ্টান্নদের একজন , তুমি তাকে মাপতে হলে , কমপক্ষে ২০ বছর একজন সত্যিকারের সুফির নিকট গোলামী করো । ভাগ্য ভালো হলে বুঝতে পারবে ইনশাআল্লাহ ।
মহান আল্লাহর সত্যিকারের কোনো অলীকে গালমন্দ করলে , আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন । তোমরা যারা গালিগালাজ করেছো , তাদেরকে বলবো তওবা করো , নচেৎ পরকাল তোমাদের ধ্বংস হয়ে গেছে চিরতরে ।
হে আল্লাহ তোমার সত্যিকারের বন্ধুদের যারা অপমান করবে , তাদেরকে কিছু শাস্তি এই দুনিয়াতেই দাও , হয়তো তারা ফিরবে ।
( ডাঃ আকন্দ ) ।