হে মানুষ , স্মরণ করো
বিশ বছর পূর্বের কথা
যখন সবার ঈমান ছিলো
দোটানায় দোদুল্যমান
এবং তীব্রভাবে সন্দেহজনক ।
অতঃপর মহান আল্লাহ
এক মহান বন্ধুর অছিলায়
কিছু বিশ্বাস নাজিল করলেন
আর তোমরা কিছুটা বিশ্বাসী
হয়ে গেলে ,
যদিও পূর্ণ মুমিন হওয়া
অনেকদূর ।
হে মানুষ , স্মরণ করো
পাঁচ বছর পূর্বের কথা
সত্য দল সম্বন্ধে তোমরা সন্দিহান ছিলে
কিন্তু ধীরে ধীরে আহলে সুন্নত ওয়াল জামাত
উদ্ভাসিত হচ্ছে ।
ইহাও মহান বন্ধুর অছিলায়
উদ্ভাসিত হচ্ছে
এবং আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ
আহলে সুন্নত ওয়াল জামাত
মানুষের মনে প্রতিষ্ঠিত হবে ।
আহলে সুন্নত ওয়াল জামাতের
আরেক নাম হলো - সুন্নি সুফিবাদ ইসলাম ,
আর উহার বর্তমান নাম আধুনিক ইসলাম
অতএব আধুনিক ইসলাম মান্য করো
এবং আমার দল মডারেট মুসলিম এ
যোগ দাও ।
( ডাঃ আকন্দ ) ।