হায় মুসলিম !
কবে তোমার ঘুম ভাঙবে ?
প্রায় সকল অমুসলিম শাসকরা
মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ।
ইসলাম বিদ্বেষী মোদি
আবারও ক্ষমতায় আসার পথ
প্রায় পরিষ্কার করে ফেলেছে ।
আমেরিকা ইউরোপের অধিকাংশ দেশ
মানবাধিকারের ধ্বজাধারী হলেও
প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে
এবং গাজাকে নরক বানিয়েছে ,
যার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা ।
আর ইসরায়েল
সে তো শয়তানকেও
হার মানিয়েছে
এবং তাদের স্বভাব
নর্দমার কীটের চাইতেও জঘন্য ।
এদিকে মুসলমানরা
নিজেরাই নিজেদের মাংস খাচ্ছে ,
শরিয়তে এক মুসলমান আরেক মুসলমানকে
হত্যা করা হারাম থাকা সত্বেও
একে অপরকে ভয়ংকরভাবে হত্যা করছে ।
হে মানুষ এবং মুসলিম
সত্য খুঁজে পাওয়া একেবারে সহজ ,
সকল অমুসলিমরা ইসলামকে সহ্য করতে পারে না,
আর অন্যদিকে সকল মুসলিমরা
সুন্নি সুফিবাদ ইসলামকে সহ্য করতে পারে না । যদিও সকল মানুষ এবং মুসলিমের বিবেক
সাক্ষ্য দেয় যে , সুন্নি সুফিবাদ ইসলামই
একমাত্র সত্য ।
আর এটাই সত্যের প্রমাণ ।
আঃ কাদের জিলানী রঃ
খাজা মঈনুদ্দিন চিশতি রঃ
ইমাম গাজ্জালী , মাওলানা রুমি রঃ
ইবরাহীম ইবনে আদহাম, নিজামুদ্দিন আউলিয়া,
এদেরকে
সারা বিশ্বের সকল মানুষ সাক্ষ্য দেয় যে ,
এদের পথই একমাত্র সত্য পথ ।
তদুপরিও , জিদ হিংসা করে
সুফিবাদ ইসলামকে মিথ্যা বলে
এবং মনে মনে এই ইসলামকে গ্রহণ করার
ইচ্ছা পোষণ করে ,
কিন্তু অন্তরে কল্যাণ না থাকায়
এরা হেদায়েত প্রাপ্ত হয় না ।
হে মানুষ এবং মুসলিম
তোমার বিবেক বলছে যে ,
সুন্নি সুফিবাদ ইসলাম একমাত্র সত্য
কিন্তু জিদ হিংসা করে তোমরা তা গ্রহণ
করছো না ,
আসলে তুমি নিজে নিজেই ধ্বংস হচ্ছো ।
হে মানুষ এবং মুসলিম
বর্তমানে প্রকাশ্য প্রায় সব সুফিরাই ভন্ড ,
হয় তারা ধর্ম ব্যবসায়ী
নয়তোবা কঠোর ইসলাম চাপিয়ে দেওয়া দল
প্রায় সবাই ভন্ড এবং জালেম ।
অন্যদিকে মুসলিম সন্ত্রাসীরা , মুসলমানদেরকেই
বেশি ভয় দেখায় এবং হত্যা করে
যা আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল ।
হে মানুষ এবং মুসলিম
মহান আল্লাহ , এক মহান প্রতিনিধি
পৃথিবীতে পাঠিয়েছেন ,
সবকিছু ঠিক করে দেওয়ার জন্য ।
কিন্তু তিনি ভয় করেন , পূর্ববর্তী অনেক নবীদের মতো , তাকেও হত্যা করা হতে পারে ,
যদি মহান ব্যাক্তি শাহাদাত বরণ করেন
তবে মনে রেখো , ২ - ৪ জন মানুষ বাদে
সবাইকে জাহান্নামে যেতে হবে ,
যাতে কোনই সন্দেহ নাই ।
( ডাঃ আকন্দ ) ।