শুন্যতার মাঝে অদৃশ্য এক ছায়া-
ভাবতে শেখায়, ভালবাসতে শেখায়।
ছায়া মানবের কাব্যকথার মায়া,
স্বপ্ন ভাঙ্গা জুড়তে শেখায়,
নতুন সৃষ্টি শেখায়।
পূর্ণিমায় গা ভাসিয়ে-
হেঁটে চলি ছায়া মানবের পথ ধরে
ভাল লাগা খুঁজতে-
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



