মালা নিবেন আফা মালা? নেন না একটা! বেলী ফুলের মালা?
কার ভালবাসার ফুল ? তোমরা- নির্যাস ছড়াতে ছড়াতে ছুটে চলো
উদ্ভ্রান্তের মত !
প্রক্বতির অবহেলায় লালিত তোমাদের ধূসর কেশ,
বিবর্ণ অবয়ব দেখে লজ্জিত আমাদের সদ্য আমদানীক্বত বাহনের
কাঁচ চিচিং - বান্ধ হয়ে যায়।
সংকুচিত হয়ে যায় হাড্ডিসার হাতদুটি
মলিন অবয়ব নিয়ে ফিরে চলো
জীবিকার অন্বেষণে বাহন থেকে বাহনে।
তোমাদের দীর্ঘশ্বাস প্রকৃতির বাতাসকে ভারি করে না!!
মানুষকে মানুষ করে না!!
শীততাপ নিয়ন্ত্রিত বাহন থেকে আবাসে নেমে
প্রকৃতির ভালবাসায় পূর্ণ আমরা দাড়িয়ে আয়নায়।
প্রতিচ্ছবিত প্রতিবিম্বে তোমরা ,
প্রতিনিয়ত ধিক্কার দিয়ে যেতে থাকো!
বলতে থাকো --- "তোমরা মানুষ হও।"
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৬