রূপা—
হিমু ফিরবেনা জেনেও অপেক্ষায় থাকে।
তুমিও না হয় আমার অপেক্ষায় থেকো।
সারা শহর ঘুরে যেদিন, সাদা-বেগুনী-নীল অর্কিড খুঁজে পাব।
সেদিন হয়তো আমি তোমার কাছে ফিরবো।
সেদিন—
আমার দেয়া অর্কিড খোঁপায় গুজে,
আকাশী-নীল শাড়ি আর বেগুনি কাঁচের চুড়ি পরে,
তোমার সকল অভিযোগ ভুলে বের হইয়ো।
আমরা একসাথে সারা শহর ঘুরবো।
জানিনা—
আমাদের শেষ দেখা হবে কি না!
শহরের শেষ ট্রেনটাও আমাকে ছেড়ে চলে যায়।
প্রিয় কিছু খারাপ অভ্যাসের মত
আমি আর হয়তো কখনো তোমার কাছে ফিরবো না।
অথবা—
সারারাত ধীর পায়ে হেঁটে,
ভোরের আজান শেষে,
তোমার বাসার নিচে অর্কিড হাতে দাঁড়িয়ে থাকব।
নামাজ শেষে তুমি বারান্দার বাইরে উঁকি দিও।
আমি আসবো—
সারা শহর ঘুরে যেদিন—
সাদা-বেগুনী-নীল অর্কিড খুঁজে পাব।
সেদিন হয়তো আমি তোমার কাছে ফিরবো।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:২০