৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
ঞ. "বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস অথবা ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে।"
নীতিমালার এই নতুন সংযোজনে "ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে" এই অংশটুকু বুঝতে পারলাম না।
তারমানে ধর্মের পক্ষে বলতে অসুবিধা নাই কিন্তু বিরুদ্ধে বলা যাবেনা। হোক সেটা বৈজ্ঞানিক স্বীকৃত অথবা যুক্তি নির্ভর পোষ্ট।
মানিনা। এটা মানবোনা। এই অংশের পরিবর্তন চাই। এখুনি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১০