কিছু দিন ধরেই অলস দিন কাটাচ্ছি। উত্তর বঙ্গে অবস্থান করার কারণে প্রবল শীতে ধরাশয়ী। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি আর রাত হলেই badminton খেলায় ব্যস্ত. গ্রামীনফোন এর part time জব টা ছেড়ে দিলুম, জানুয়ারির ৫ তারিখ থেকে BIBM এ MBM এর ক্লাস শুরু সেই সাথে চলছে আরো কিছু পড়াশুনা, সামনে আবার convocation এর ঝামেল..। যাইহোক আবার স্টুডেন্ট লইফে এ ফিরে আসতে পেরে ভালো লাগছে, "Why so Serious". Corporate + student লইফের ১৬ মাস এর মধ্যে ৪ মাস গ্রামীনফোনে এর বসুন্ধরা অফিসে কাজ করার সুযোগ পেয়েছিলাম এক অন্য রকম অভিজ্ঞতা। এখন বেকার আছি, ২ বছর টাকা পয়সা খরচের সাধীনতা থেকে বঞ্চিত থাকতে হবে। আর পারবনা ২ মাস পর পর HTC র ফোন কিনতে, পারবনা হাই স্পীড internet effort করতে, ভাবতেই খারাপ লাগছে কিন্তূ যখনি সেই রুটিন বাধা লইফ, Sales টার্গেট আর KPI থেকে নিজেকে মুক্ত মনে হয় তখনি সব ত্যাগ এর কাছে তুচ্ছ। জানি এই সুখ বেশী দিন এর নয়, আবারো ফিরে যেতে হবে Corporate লইফে। ঢাকা শহরে পড়াশুনা আর চাকরি দুটো একসাথে সঠিক ভাবে করা আমার জন্য "শ্রীফ মুশকিল ই নাহী না মুমকিন হেয়। যখন শুধু স্টুডেন্ট ছিলাম তখন স্টুডেন্ট লইফে এর মর্ম বুঝি নাই কিন্তূ এইবার স্টুডেন্ট লইফে এর সঠিক মূল্যায়ন করতে হবে, maximum ফাকিবাজি করে maximum CGPA ধরে রাখার মাঝেই স্টুডেন্ট লইফে এর সার্থকতা নিহিত। যাই হোক কিছু দিন এর জন্য চাকরি বাকরি কে হল্ট বললাম. দেখি কতদিন ভালো লাগে এভাবে................
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:৪৮