কে যেন বলল, `আমরা এখন বাংলা পরীক্ষা দিচ্ছি ইংরেজি নিয়ে ভাবতে চাই না'
কথা হচ্ছিল শাহবাগ থেকে দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে না কেন? কেন শুধু যুদ্ধাপরাধীদের বিচারেরর দাবীর মধ্যেই সীমাবদ্ধ তাদের দাবী-দাওয়া?
আমি শাহবাগের এই মতের সঙ্গে একমত, বাংলা পরীক্ষার সময় ইংরেজি নিয়ে ভাবতে নাই। তবে কথা কী, কথা হল এই পরীক্ষা ৭১ বা তার পরবর্তী কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। সে সময় আমরা ফেল করছি তাই এখন রেফার্ড দিচ্ছি।
আরও পরীক্ষা আছে যাতে মানোন্নয়নের সুযোগ আছে। যেমন ভাষা আন্দোলন হয়ে গেছে অনেক আগে। সর্ব স্তরে বাংলা চালু হয় নি। যার যেমন ইচ্ছা তেমন বাংলা বলা বা লেখা বন্ধ হয়নি। উচ্চ আদালতে বাংলায় রায় লেখা হয় না।
৯০-এর গণ অভ্যুত্থানের ১০দফা তো বাস্তবায়ন হয়নি। এ প্রজন্ম সে দশ দফা কী তা তো জানেও না। এ বিষয়ে রেফার্ড তো বাকি।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮