বাংলা ভাষার প্রথম ও সবচেয়ে জনপ্রিয় ব্লগ সামহোয়্যার ইন ব্লগ নিয়ে আজ কিছু কথা বলতে চাই। এই ব্লগটি তার জন্মের পর থেকে আজ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে চলেছে। নানারকম সমস্যা ও অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যেও ব্লগটি এখনো ভালোভাবেই টিকে আছে, যেখানে অন্যান্য অনেক ব্লগ হারিয়ে গেছে। এ জন্য সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।
কিন্তু আমার আজকের এই লেখাটি মুদ্রার অন্য পিঠ নিয়ে। আমার যৎসামান্য জ্ঞানে এটুকু বুঝি যে, দিনের পর দিন বিপুল অংকের আর্থিক ক্ষতি স্বীকার করে কোন প্রতিষ্ঠানই অনির্দিষ্টকাল টিকে থাকতে পারে না। আমি যখন এই ব্লগে নিবন্ধিত হই (প্রায় চার বছর আগে), তখন এখানে কিছু বিজ্ঞাপন দেখেছি। ধারনা ছিল, ব্লগের সম্পূর্ণ খরচ না উঠলেও হয়তো আংশিক খরচ উঠে আসতো ওইসব বিজ্ঞাপন থেকে। কিন্তু কিছুদিন পর থেকে আর বিজ্ঞাপন দেখা যায়নি। ইদানিং আবার কিছু কিছু বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যা সম্ভবত গুগল থেকে প্রাপ্ত।
প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমকে টিকে থাকতে হলে বিজ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। বিজ্ঞাপনই তাদের আয়ের প্রধান উৎস। ধারনা করি, আমাদের এই প্রিয় ব্লগটি দীর্ঘদিন বিজ্ঞাপন ছাড়া চলার জন্য প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে যে সামান্য কিছু বিজ্ঞাপন দেখা যাচ্ছে, তার আয় থেকে ব্লগের পুরো খরচ সংকুলান হবার কথা নয়। এবং আমি নিশ্চিত যে তা’ হচ্ছেও না। ব্লগটিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যারা ব্লগার, তাদেরও কিছু দায়িত্ব আছে বলে মনে করি। এই দায়বোধ থেকে আমি ব্লগ কর্তৃপক্ষের কাছে কিছু বিনীত পরামর্শ রাখতে চাই। এই পরামর্শগুলো সবই বিজ্ঞাপন সংক্রান্ত। ফিডব্যাকে ই-মেইল করে ব্লগ কর্তৃপক্ষকে পরামর্শগুলো জানিয়ে দেওয়াই যথাযথ হতো। কিন্তু অন্যান্য ব্লগার বন্ধুদের কাছে আরও কার্যকর পরামর্শ থাকতে পারে, যা তাঁরা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভেবে পরামর্শগুলো পোস্ট আকারে দিলাম। আশা করি, কর্তৃপক্ষ পরামর্শগুলো বিবেচনা করবেন।
১) ২০১৩ সালের দিকে ব্লগ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারনার সৃষ্টি হয়েছিল, তা’ এখন অনেকটাই স্তিমিত। এই সময় ব্লগে বিজ্ঞাপন পাওয়া খুব একটা কঠিন হবে না। তবে এ জন্য পেশাদার বিজ্ঞাপন সংস্থাগুলোর সঙ্গে কমিশনভিত্তিক চুক্তি করতে হবে।
২) ভিউয়ার সংখ্যা উল্লেখ করে ব্লগের প্রথম ও নির্বাচিত পাতার একটি নির্দিষ্ট ও দ্রষ্টব্য স্থানে প্রতিদিন আপডেট দেওয়া যেতে পারে, যাতে বিজ্ঞাপনদাতারা তাদের পন্যের বিজ্ঞাপন প্রতিদিন কত সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে সে সম্পর্কে ধারনা পেতে পারেন। যেহেতু সামহোয়্যার ইন ব্লগের ভিউয়ার সংখ্যা মোটামুটি সন্তোষজনক, সেহেতু এই ব্যবস্থা ইতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে।
৩) গুগল থেকে আরও বেশি বেশি বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারে যত্নবান হতে হবে।
৪) পেশাদার বিজ্ঞাপন সংস্থাগুলোর বাইরেও ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বিজ্ঞাপন সংগ্রহের জন্য ব্লগের প্রথম ও নির্বাচিত পাতার একটি নির্দিষ্ট ও দ্রষ্টব্য স্থানে ‘বিজ্ঞাপনের জন্য এখানে ক্লিক করুন’ বা এই জাতীয় বাক্যের লিংক প্রতিদিন প্রদর্শন করতে হবে, যে লিংকে বিজ্ঞাপন দিতে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সহজ নিয়ম কানুন উল্লেখ করা থাকবে।
৫) জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রার্থীদের ছবিসহ বিজ্ঞাপন প্রচারের বিষয়টি ভেবে দেখা যেতে পারে। আগামীতে এ ধরণের প্রচুর বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা আছে।
৬) বিজ্ঞাপনের সার্বিক বিষয়টি দেখভালের জন্য প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন ম্যানেজারের অনুরূপ একজন উপযুক্ত ব্যক্তিকে কর্তৃপক্ষ নিয়োগ দিতে পারেন অথবা বিদ্যমান জনবল থেকে কাউকে দায়িত্ব দিতে পারেন। বিভিন্ন কোম্পানির এস আরদের মতো মাসিক টার্গেট নির্ধারণ করে কমিশনের ব্যবস্থা করলে এ ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসতে পারে।
৭) বিজ্ঞাপন সদৃশ কোন পোস্টের অনুমোদন দেওয়া যাবে না। ব্লগে এ ধরণের পোস্ট মাঝে মাঝেই দেখা যায়।
সর্বোপরি, আয় ও ব্যয়ের মধ্যে অন্তত সমতা রক্ষা হয়, এমন লক্ষ্যে ব্লগ কর্তৃপক্ষ অধিকতর মনোযোগী হবেন বলে আশা করি। আমার জানামতে ইউএসএ থেকে প্রকাশিত হাফিংটন পোস্ট পত্রিকার একটি ব্লগ আছে, যার ভিউয়ার সংখ্যা বার্ষিক এক কোটির বেশি। পত্রিকাটির প্রিন্ট ও অনলাইন ভার্সনের আয় থেকে সকল ব্যয় নির্বাহ হয় এবং ব্লগের ক্ষেত্রে তারা আয়-ব্যয়ের সমতার নীতি অনুসরণ করে।
সামহোয়্যার ইন ব্লগের প্রতি ভালোবাসা থেকে এই ক্ষুদ্র পরামর্শগুলো পোস্ট আকারে কর্তৃপক্ষের কাছে নিবেদন করলাম। আশা করি, তাঁরা বিবেচনা করে দেখবেন।
*********************************************************************************************************************
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯