মোবাইল ফোন অপারেটর রবি তাদের নতুন বিজ্ঞাপনে একটি ভিডিও দেখায় যেখানে একজন বৃদ্ধ দাড়িয়ে হাত উপরে তোলে মোটর সাইকেল চালাচ্ছেন ঢাকার রাস্তায়। বিজ্ঞাপনে ব্যাবহার করা হয়েছে মাত্র কয়েক সেকেন্ড ভিডিও কিন্তু ইউটিউবে দেখে নিন প্রায় ৭ মিনিটের সম্পূর্ন ভিডিওটি। শুরুতেই সাইন্সল্যাব থেকে শুরু হয় তারপর এ্যালিফেন্ট রোড, সাহবাগ, টিএসসি আবার সাহবাগ এলাকায় এই বৃদ্ধ অবিশ্বাস্য কসরত দেখি বাইক চালিয়েছেন। উনার শরীরের হয়তো বয়স হয়েছে কিন্তু মনের বয়স একদম রয়েগেছে টগবগে তরুনের মত।
ঘটনাটি যেন দুঃস্বপ্নের চেয়েও নির্মম। ধর্মের পথপ্রদর্শক একজন ইমাম, যার কাজ মানুষকে সহনশীলতা, দয়া ও ন্যায়বিচারের শিক্ষা দেওয়া — তিনি নিজেই স্ত্রীর সামান্য বাকবিতণ্ডায় মত্ত হয়ে উঠলেন হত্যার... ...বাকিটুকু পড়ুন
বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নারীকে কখনো পশুর পালের সাথে তুলনা করা হত আবার কখনো পশুর চেয়ে নিকৃষ্ট মনে করা হত। যুগ... ...বাকিটুকু পড়ুন