'ঈশ্বর' শব্দটি পুরুষ লিঙ্গ। এ শব্দের স্ত্রী লিঙ্গ হচ্ছে 'ঈশ্বরী'।
'ভগবান' শব্দটি পুরুষ লিঙ্গ। এ শব্দের স্ত্রী লিঙ্গ হচ্ছে 'ভগবতী'।
'গড' শব্দটি পুরুষ লিঙ্গ। এ শব্দের স্ত্রী লিঙ্গ হচ্ছে 'গডেস'।
'খোদা' মানে স্রষ্টা। যা 'আল্লাহ' শব্দের সমাথর্ক নয়। 'খোদা' শব্দটি দ্বারা 'আল্লাহ' শব্দের বহু অর্থের মাত্র একটি অর্থ বুঝায়।
'আল্লাহ' শব্দটি পুরুষ লিঙ্গও বুঝায় না, স্ত্রী লিঙ্গও বুঝায় না। আল্লাহ পুরুষও নন, স্ত্রীও নন। 'আল্লাহ' শব্দের কোনো ভাষান্তর (বা অনুবাদ) হয় না। এ শব্দটি দ্বারা বহু অর্থ বুঝায় যা আল্লাহ শব্দটি ভিন্ন অন্য কোন একক শব্দ দ্বারা প্রকাশ করা যায় না। 'আল্লাহ' শব্দের 'আল' বলতে বুঝায় একমাত্র (দি/অনলি ওয়ান) আর 'ইলাহ' বলতে যা বুঝায় তার একটি অর্থ জলো 'সার্বভৌম ক্ষমতার অধিকারী'। তাই আল্লাহ শব্দের কোনো বিকল্প নেই।