বাংলা ব্লগের ঋষি, সন্ত ইমন জুবায়েরের স্মৃতি রক্ষায় অনেক প্রস্তাবনা এসেছে। সবগুলোই বিশেষ বিবেচনার দাবী রাখে।
আমি শুধু আমার একটি প্রস্তাব সবার বিবেচনার জন্য সামনে আনছি। ইমন ছিলেন ইতিহাসের অনুসন্ধিৎসু, মননশীল, একনিষ্ঠ ছাত্র। ইতিহাস এবং ইতিহাসাশ্রয়ী অনেক লেখা তিনি লিখে গিয়েছেন যা আমাদের জন্য এক অমূল্য সম্পদ। তাঁর স্মৃতিকে সম্মান করতে এবং চিরস্মরণীয় করে রাখতে সামহোয়ারইনকে অনুরোধ করছি তাঁর নামে একটি বৃত্তি বা স্কলারশীপ প্রবর্তনের।
এই বৃত্তির আর্থিক উৎস হবো আমরা ব্লগাররাই। এই ব্লগের উদাহরণ আছে বিভিন্ন প্রয়োজনে এক হয়ে আর্থিক সহায়তার করার।
এই ফাণ্ড সবসময় খোলা থাকবে অনুদান গ্রহণের জন্য এবং ইতিহাস বিষয়ে বছরের সবচাইতে মৌলিক প্রকাশনা বা লেখার জন্য এককালীন একটি আর্থিক পুরষ্কার বা অনুদান দেয়া যেতে পারে।
আমার ধারণা তাঁর পরিবারের এতে কোন আপত্তি থাকবে না এবং তাঁরাও আমাদের যথাসাধ্য সাহায্য করবেন।
আমাদের এই প্রিয় ভার্চুয়াল বন্ধুর জন্য আমার এই বিনীত আবেদন কর্তৃপক্ষ এবং ব্লগাররা বিবেচনা করবেন বলে অনুরোধ জানাচ্ছি।