এই ব্লগের ব্লগারের সংখ্যা অনেক বেশি, অনেক হাজার। এদের মধ্যে অন্তত পক্ষে একজন কোয়ান্টাম গ্রাজুয়েট খুঁজে পাওয়া যাবে, এমন আশা উড়িয়ে দেয়া যায় না।
আমার একজন গ্রাজুয়েটের সাহায্য প্রয়োজন। তাই প্লিজ যদি কোন ‘অভিজ্ঞ’ কোয়ান্টাম মেথডের গ্রাজুয়েট থাকেন, তাহলে প্লিজ বলুন।
অথবা muhib96@gmx.com এ যোগাযোগ করুন। তেমন কিছু নয়, শুধু কয়েকটি প্রশ্নের উত্তর জানব আরকি। আমি কিন্তু সিরিয়াস, আবার কেউ ইয়ার্কি মারতে আসবেন না!! একান্তু সাহায্য করার ইচ্ছা থাকলে তবেই জানান। অথবা আপনার পরিচিত কোন গ্রাজুয়েট থাকলে তার মেইলটা দিয়েন , ভাই, প্লিজ

