বাংলাদেশ ছাড়া আজ প্রায় সব দেশে ঈদ পালিত হচ্ছে। কিন্তু এই ঈদের খুশি নষ্ট করার জন্য একদল খ্রিস্টান প্রস্তুত।
আমেরিকার একদল পাস্তর বা খ্রিস্টান যাজক পরিকল্পনা করেছে, তারা আশপাশের কোরআন সব পুড়িয়ে ফেলবে। যদিও কিভাবে কি পুড়বে, তা নিউজ আ্টিকাল উল্লেখ করেনি। তারা এ কাজটি করতে চাচ্ছে ৯/১১ এর প্রতশোধ হিসেবে।
এটা তারা মুসলমানদের ঈদের খুশি নষ্ট করার জন্যই করছে। যদিও 'এফবিআই' বলেছে তারা এ সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে। উক্ত জাযক ফ্লোরিডার।
পুরো খবর পড়ূনঃ Click This Link
শুনুন, এই নিম্ন মানসিকতার মানুষেরা কখনই আমাদের ঈদের খুশি নষ্ট করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে ঈদ পালন করুন। এ ধরনের হুমকি কে লাই দিয়ে মাথায় তুলবেন না।
ঈদ মোবারক......

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২২