নিখোঁজ ইলিয়াসের ভালবাসায় মরণপণ করেছিল যুবদলকর্মী মনোয়ার ও সেলিম। ‘হয় মরবো না হয় ইলিয়াসকে ফিরিয়ে আনবো’ -এ পণ করে বাড়ি থেকে বের হয়েছিল তারা। পিতা-মাতাকে বলে গিয়েছিল, ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে যাচ্ছি। দোয়া করো।’ কিন্তু তারা ফিরলো না। পিছুও হটলো না। বুক পেতে দিয়ে গুলি খেয়ে সবার চোখের সামনেই চিরকালের জন্য হারিয়ে গেল। ইলিয়াসের জন্য কাঁদছে বিশ্বনাথ। গতকাল থেকে সে কান্নায় যোগ হয়েছে মনোয়ার ও সেলিমের জন্য কান্না। বিশ্বনাথ শহরঘেঁষা গ্রাম রাজনগর কাঁদছে মনোয়ারের জন্য আর টেংরা গ্রাম কাঁদছে সেলিমের জন্য। কাঁদছে পুরো বিশ্বনাথ। ক্ষোভ বাড়ছে আরও। এখনও টান টান উত্তেজনা শহরে। নিহত মনোয়ারের বাড়ি বিশ্বনাথের রাজনগর গ্রামে। তিনি বিশ্বনাথের বাসিয়া ব্রিজের ওপর পুলিশের গুলিতে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলের অগ্রভাগে ছিলেন মনোয়ার। লাঠি হাতে পুলিশকে ধাওয়া করতে করতে এসে থানার সামনে দাঁড়ান। এ সময় ভেতর থেকে পুলিশ গুলি শুরু করে। তখনই গুলিতেই ব্রিজের ওপর লুটিয়ে পড়ে প্রাণ হারান মনোয়ার। আর সেলিম মারা গেছেন রামধানা রোডের মাদাসার ফটকের সামনের রাস্তায়। সোমবার বিকাল থেকে মাতম চলছে রাজনগর ও টেংরা গ্রামে। মনোয়ারের মুত্যুতে পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে। বড় ভাই আনহার হোসেন মারা যাওয়ার শোক কাটতে না কাটতেই ১৮ দিনের মাথায় চলে গেলেন মনোয়ারও। এক ছেলের শোকে বিপর্যস্ত মনোয়ারে বৃদ্ধা মায়ের চোখের জল শুকানোর আগেই ছোট ছেলেকে হারালেন তিনি। শোকে বাকরুদ্ধ মা বেণু বেগম। ছেলের শোকে তিনি বার বার মূর্ছা যাচ্ছেন। কখন জ্ঞান হারাচ্ছেন, আবার জ্ঞান ফিরে এলে বলেছেন, আমার ছেলে কোথায়? বলছেন আর কাঁদছেন হাউমাউ করে। বলেন, ‘আমি নিষেধ করেছিলাম আমার ছেলেকে ঘর থেকে বাইরে যেতে। কিন্তু আমার কথা না শুনে সে বলে, মা আমি গিয়ে দেখেই চলে আসবো, তুমি কোন চিন্তা করো না। বললো- ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে যাচ্ছি। দোয়া করো।
মনোয়ার ঘরে ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। মা রেণু বেগম সাংবাদিকদের দেখে বলেন, ‘আর কত মায়ের বুক খালি হলে ইলিয়াস আলীকে ফেরত দেয়া হবে?’ মনোয়ারের বড় ভাই দিলোয়ার হোসেন ছোট ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে একবারেই ভেঙে পড়েছেন। বড় ও ছোটভাই চলে যাওয়ার পর তিনিই এখন এই পরিবারের একমাত্র পুরুষ। তার সঙ্গে কথা বলাই যাচ্ছে না। মনোয়ার দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। কিছুদিন দেশে থাকার পর তার কাতারে যাওয়ার কথা ছিল। কিন্তু চলে গেলেন না ফেরার দেশে। প্রায় ১৮ দিন আগে মনোয়ারের বড় ভাই ৪ সন্তানের জনক আনহার হোসেন গ্রামের আবদুর রহিম নামের এক ব্যক্তির কবর খুঁড়ে বাড়ি ফেরার পথে মৃত্যুবরণ করেন। যুবদল কর্মী মনোয়ার হোসেন ৩ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট। ব্যক্তিগত জীবনে অবিবাহিত। তিনি বিশ্বনাথ উপজেলা যুবদলের সহসভাপতি ছিলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এদিকে হরতালের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন উপজেলার অলংকারী ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি সেলিম আহমদ। সংঘর্ষের পর পুলিশ পালিয়ে গেলে উপজেলা পরিষদের সামনে গুলিবিদ্ধ হয়ে দৌড়ে পার্শ্ববর্তী মোহাম্মদিয়া মাদরাসা গেটের সম্মুখে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওখানে পড়ে যখন তিনি ছটফট করছিলেন তখন এলোপাতাড়ি গুলিবর্ষণ চলতে থাকে আশপাশে। এক পর্যায়ে বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করলেও ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে যাননি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রায় এক ঘণ্টা পর সেলিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে র্যাব-পুলিশ এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে তার পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবে বিভিন্ন পত্রিকায় ছবি প্রকাশ হলে পরদিন মঙ্গলবার ১২টার সময় তার পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন। তার মৃত্যুর খবর এলাকায় এসে পৌঁছলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলে শোকের মাতম। সেলিমে মাতা হাসিনা বেগম ছেলের মৃত্যু সংবাদ শুনে শোকে স্তব্ধ। পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সেলিম দ্বিতীয়। সোমবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে মিছিলের সঙ্গে উপজেলা সদরে এসেছিলেন। গতকাল বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন। কোথাও তার সন্ধান না পেয়ে ভেবেছিলেন হয়তো পুলিশের তাড়া খেয়ে আত্মগোপন করে কিংবা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। কিন্তু কে জানতো তাদের প্রিয় ছেলেটি সবাইকে না জানিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। সেলিমের চাচাতো ভাই ইউসুফ আলী বলেন, আমরা পত্রিকায় সেলিমের ছবি দেখে ওসমানী হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করি। সে ইলিয়াস আলীর খুব ভক্ত ছিল। ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল
মানবজমিন থেকে েশয়ার করা।
লিনক.।
Click This Link
ইলিয়াসের ভালবাসায় জীবন দিলো মনোয়ার ও সেলিম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
বাসন্তিক প্রেমিক
তোমার দুঃখ নামের শাড়িতে
ফাগুনের সব রং ছোঁয়াবো।
যে কাঠগোলাপের মায়ায়
নিজেকে আচ্ছন্ন করে রাখো
সেই মায়ার সুধায় বিলীন হবো
এক রাশ দখিনা হাওয়ার মতো!
বসন্তের পড়ন্ত গোধূলির যে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সেনা ক্যু এর আশংকায় কি আছে ভারত?
বাংলাদেশে সেনা ক্যুর আশংকায় কি ভারত?
সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশীরা বরাবরের মতই দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। জুলাই থেকেই 'দিল্লী না ঢাকা' স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। এই যুদ্ধে বাংলাদেশ নিবাসী পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
জাহাঙ্গীর আলম এবারো রাগ করবেন।
আরেক নটী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করেছে কতৃপক্ষ। এবার জেলে যেতে হবে সংগে ডিম থেরাপীও চলবে। জাহাঙ্গীর আলম আমেরিকা বসে এসব পছন্দ করছেন না কারণ ফারিয়া যেভাবে তৈলমর্দন... ...বাকিটুকু পড়ুন
কৃষ্ণচূড়ার দিন~
ঢাকার রাস্তায় রাস্তায় আগুন-রঙা রক্তিম লাল রঙে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে গাছগুলো,
গ্রীষ্মের এই প্রচন্ড গরমে কৃষ্ণচূড়ার এই ফুলে ফুলে ছেয়ে যাওয়া রুপ দেখে মনে হয় আকাশের নিচে আগুন... ...বাকিটুকু পড়ুন
পর্দার শেখ হাসিনা তো গ্রেফতার হলো, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কি খবর ?
খুব এক্সসাইটিং ব্যাপার স্যাপার ঘটছে আজকাল ! ব্লগে যে চরিত্র নিয়ে লিখি উহাই গ্রেফতার হচ্ছে। গতকাল নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে লিখলাম। আজকে দেখি বিমানবন্দর থেকে গ্রেফতার করা... ...বাকিটুকু পড়ুন