টিকফার আদলে বিনিয়োগ চুক্তি চায় রাশিয়া
- http://www.bd-pratidin.com/2013/10/21/22335
দেশের সরকারগুলো যখন নতুন নতুন দাসত্তের চুক্তি ,কিম্বা ঋণ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কাছে নিজের রাষ্ট্রীয় সত্তা বিলিয়ে দিচ্ছে তখনও কিছু লোক এর পক্ষে নগ্ন দালালি করে যাচ্ছে । তাদের উদ্দেশে আমার একটা কবিতা ।
দাসত্ব
ভক্তরা বলে ঋণ, আমি বলি গলায় ফাঁশ,
ভক্তরা বলে ঋণ ,আমি বলি দাসভিত্তি ,
ভক্ররা বলে ঋণ দিয়ে কিনি অস্ত্র ,কিনি শক্তি
আমি বলি ক্যান কিনি চাই – ভস্ম ?
ভক্তরা বলে ঋণ, আমি বলি এটা শ্রমিকের লাল রক্ত ।
ভক্তরা দেখে ব্যবসা ,আমি দেখি বীভৎস ।
ভক্তরা ভলে টিকফা দিবে মুক্তি
আমি বলি টিকফায় হবে বিকি মুক্তি ।
সত্যি চুক্তি না, এটা দাসভিত্তি
সত্যি চুক্তি না এটা জাতিও দাসভিত্তি , রাষ্ট্রীয় অবলুপ্তি ।
তাই ভক্তরা বলে ভক্তি আমি বলি দাসভিত্তি ।
পড়ে দেখ খসড়া ,দিল চাপড়া
দেখ প্রতি হরপে দাসভিত্তি , নয় মুক্তি ।
আমি বিস্ময় , দেখি ভক্তের ভক্ত বুদ্দিজীবী, পত্রিকা , প্রিন্ট মিডিয়া ।
দলভুক্ত বুদ্বী-বিবেচনা ।
ভক্তরা বলে বিশ্বায়ন , আমি বলি বৈধ শাসন – শোষণ , শিরহরন ।
ভক্তরা বলে বানিজ্য বিবরণ ,আমি বলি ব্যবসা হরণ , বন্ধিত্ব বরণ ।
ভক্তরা বলে ওরা বিশ্ব ব্রাহ্মণ
আমি দেখি অদের জীর্ণ-শীর্ণ ব্যাধিতে ঢাকা আবরণ,
ভ্যবিচারী ব্যাধি , বর্বরতার ব্যাধি , বধের ব্যাধি ।
ভক্তরা বলে ক্যান এত বাধা বচন ।
বাবু আমি বলি এ যে ভক্তির ব্যাকরণ ,বিকার ভক্তি-বচন ।
এত ভক্তি , এত ভক্তি -
তবু আজ বলি ভক্তরা খুঁজুক ভক্তি , আমি বুঝে খুজি ভাব-বুদ্বির মুক্তি ।
ঢাকা
১১.০৮়১৩