ব্লগে অনেকেই দেখেছি দায় সারা ভাবে পোস্ট দেয় , যদিও সেটা তার নিজস্য ভাবনা , কিন্তু অন্য ব্লগারদের উপকারের কথা মাথায় রেখে
আপনি চাইলেই নিজে তার সমাধান করতে পারেন অতি সহজে
১. অনেকে ব্লগে টিউশনি খুজেন , এইখানে এটা খোজা দোষের কিছু না , কিন্তু আপনার লেখাটি যদি হয় এমন
"জরুরি ভিত্তিতে টিউশনি লাগবে , ব্লগার ভাইরা সাহায্য করেন , অতি কষ্টে আছি "
লক্ষ্য করুন আপনি কোথায় থাকেন , কোথায় পড়েন, কোথায় পাড়াতে পারবেন কিছুই উল্লেখ করেন নাই , এতে আপনার সম্পর্কে অতি সহজে নেতি বাচক ধারণা জন্মে
২. অনেকে চাকরি খুজেন , কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন নাই ...তা হলে যারা সাহায্য করবেন তাদের কোনো ঠেকা পড়ে নাই আপনার বেপারে উত্সাহ দেখাবে ., অনেকের সাহায্য করার ইচ্ছা থাকলেও আপনার অপ্রিনাম দর্শিতার কারণে আপনি বঞ্চিত হলেন
৩.অনেকে আছেন টেকি ভাইদের সাহায্য চান ...অতি উত্তম বেপার ...কিন্তু অনেক সমাধান গুগলে সার্চ দিলেই আপনি পেতে পারেন , এতে আপনার নিজস্য গেন বেড়ে গেল , কারণ অনেক forume এ অনেকে অনেক ভাবে বিপদে পড়ে তাদের অভিজ্ঞতার কথা বলেন , যা আপনার পরেও কাজে লাগতে পারে .
নিতান্তই যদি না পারেন সে ক্ষেত্রে ভিন্ন কথা , মনে রাখবেন কেউ আপনার বা আমার জন্য বসে নেই যে সমাধান করে দিবেন
৪. অনেকে facebook এর like এর জন্য আসেন , অনেকে এটা বিরক্তিকর মনে করেন , আসলে যারা ব্লগে আসেন তারা কিন্তু এই খানে নিজের ও অন্যদের ভাবনা জানার জন্য আসেন ..আমার দৃষ্টিতে এটা ডিজিটাল ভিক্ষা বিত্তি ছাড়া আর কিছু না ( ভিন্ন মত থাকাটা স্বাভাবিক
৫.কেচাল ....বা গালাগালি .....এটা কি বলব , আপনি আমার সাথে ভিন্ন মতের হতে পারেন , তার মানে এই নয় কারো ১৪ পুরুষ নিয়ে টানা টানি করতে হবে , যারা গালা গালি দেয় তাদের লেখা ব্লগ পড়া থেকে বিরত থাকুন , কারণ কেউ তার সাথে বাগ বিতন্ডায় না জড়ালে এমনিতেই সে কার সাথে ঝগড়া করবে ...
৬. অনেকে সস্তা জনপ্রিয়তার আশায় হুজুগে কিছু খবর প্রকাশ করে , কোনো গুরুত্ব পূর্ণ খবর লিঙ্ক ছাড়া দিলে বুজবেন হুজুগ ছাড়া আর কিছু না , আমরা বাঙালিরা হুজুগে এটা মনে রাখবেন
৭।উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আরেকটা জিনিশ বাজে লাগে যখন কেও তার আগে পোস্ট করা কোন লেখা রিপোস্ট করে। যদি মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আজাইরা জিনিস রিপোস্টে দিলে বিরক্তিকর লাগে।
৮।রাফাত নুর বলেছেন: "অনেকে লিখতে লিখতে পরে ভালো লেখক হয়ে যায়। কিন্তু কিছু ব্লগার মনে করে প্রথম পোস্ট থেকেই ভালো লেখতে হবে এটা ভুল। আস্তে আস্তে লেখার হাত ভালো হবে। এজন্য তাদের উতসাহ দিতে হবে। অনেক ব্লগার পোস্ট কম করে কিন্তু কমেন্টস বেশি করে আমি মনে করি এরাও গুরুত্বপুর্ন ব্লগার কারন তারা সব পোস্টে ঘুরে বেরায় আর কমেন্টস করে ব্লগারকে উতসাহ দেয়। কিছু ব্লগার সবাইকে মজার মজার কমেন্টস করে কিন্তু পোস্ট তেমন গুরুত্বপুর্ন হয় না তারপরও মানে করি সবাইকে আনন্দ আর উতসাহ দেয়া টাও অনেক দায়িত্বশীলতার পরিচয়।"
আর কারো কোনো মতামত থাকলে বলেন আমি যোগ করে দিব ...ব্লগটা যেন আমাদের হয় , আর অনেক পুরানো ব্লগাররা মাঝে মাঝে আসে ..যখন দেখে কেচাল আর বিরক্তিকর খবর তারা আবার চলে যায় ....তাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই
আর একটা কথা আমার মতের সাথে ভিন্ন মত থাকতে পারে , উপযুক্ত লজিক দিলে আমি সেই পয়েন্ট বাদ দিয়ে দিব , কারণ ব্লগের বিহত্তের স্বার্থে
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬