মে দিনের কথা...
আর্টসবিডিনিউজ২৪.কম-এ
মে দিবসের গান : শ্রমিকের জয়গান
আহমেদ ফিরোজ | ১ মে ২০১৭
‘কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উৎকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদে মানুষ শুদ্ধতা খুঁজে পায়, অতি দুঃখের সংবাদেও মানুষ শুদ্ধতা খুঁজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো।’ তুর্কি মরমি কবি দাদায়েম ঈমাস এ-কথাগুলো বলেছেন (সংগৃহীত)। আর, শ্রমিক-জীবনের সঙ্গে কান্নার সম্পর্ক নিবিড়। কখনো গড়ার আনন্দে, কখনো-বা ভাঙার বেদনায়।
সাম্যবাদ, শ্রমের অধিকার আর মজুরি– মে দিবসের মূলকথা। আর সেসব কথা নানাভাবে উঠে এসেছে মে দিবসের গানে-কবিতায়।
ইতিহাসের পরম্পরায় মহাকাব্যিক দ্যোতনায় উদ্ভাসিত হয়ে আছে পহেলা মে। মে দিবসকে কেন্দ্র করে বিশ্বসাহিত্যে গীত হয়েছে অসংখ্য গান। পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতির দিন। ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান তুলে নতুন সংগ্রামের জন্য তাদের শপথ নেয়ার দিন। শ্রমিক শ্রেণির জন্য দৃপ্ত শপথে বলীয়ান হওয়ার দিন, শেকল ছেঁড়ার দিন, আনন্দ ও উৎসবের দিন, একই সাথে শোকেরও দিন।
লিংক : http://arts.bdnews24.com/?p=11960
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭