আমি বারে বারে ভুলে যাই,
ভুলে যাই অস্তিত্তের গোপন আধাঁর ।
সামনে স্বপ্ন আর স্বপ্নোত্তর ভালবাসা
ডিঙ্গিয়ে যাই , ভুলে যাই, হাতড়াই ।
বাসনার আঘাতে বেদনা, হয়তবা
আমি ভুলে যাই আমি বেদনায় বাসা বাঁধি
বেদনার গহ্ববরেই আমার আবির্ভাব।
কেমন আমিহীন জীবন আমার ! মোহগ্রস্হ ।
ভুলে যাই অতীত বর্তমান আর ভবিষ্যত"
চিরগন্তব্যের অন্তরায় আমি স্বয়ং ।
কবিতার চিরচেনা ছন্দে স্পন্দিত,
অতি সাধারন দৃষ্টি স্থুল কিছু এড়াতে পারে না, এ সত্য।
বৈশাখের ঝড়ের মত বাসনা ধাওয়া করে,
আমি দ্বিখন্ডিত হই, ত্রিখন্ডিত, অজস্র, অসংখ্য
অস্তিত্তবিনাশকারী পরমানু হয়ে হাওয়ায় মিলাই।
আজ থেকে শত বছর পরে
বৃষ্টিতে বেদনা ঝড়ে আর আমার দীর্ঘশ্বাস।