সুপ্রিয় সহব্লগারবৃন্দ!
আশা করছি এখন পর্যন্ত আমরা সকলে কুশলেই আছি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সময়টাতে সারা বিশ্বের ন্যায় আমরা ব্লগাররাও যে খুব কঠিন একটা সময় পাড় করছি তা আর বলবার অপেক্ষা রাখে না। তবু জীবন থেমে থাকে না, থামিয়ে রাখবার কোন উপায়ও নেই। এর মধ্য দিয়েই অতি সতর্কতার সাথে আমাদের জীবন চালিয়ে নিতে হবে, অভ্যস্ত হয়ে উঠতে হবে 'নিউ নরমালে'!
সুপ্রিয় সুহৃদ!
ব্লগার মানেই শুধু যে ব্লগিং কিংবা লেখা-লেখি নয় বরং তার চেয়েও অনেক বেশী কিছু সেটা আমরা বিশেষতঃ সামহোয়্যারইন ব্লগ বাসীগন বার বার প্রমান করে চলেছি। জাতীর দুর্দিনে কোন বাছ-বিচার না করে আমরা যেমন ঝাপিয়ে পড়েছি বারংবার, তেমনি নিজেদের মাঝেও আমরা তৈরি করে ফেলেছি একটা কল্পিত সম্প্রদায়, একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। করোনা ভাইরাস মহামারীতে এখনো আমাদের অনেক সহব্লগার যেভাবে অসহায়-দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন তা সত্যিই আমাদের সাহস জোগায়, অনুপ্রাণিত করে এবং একজন ব্লগার হিসেবে আমরা গৌরবান্বিত হই। এসকল মহৎ কর্ম সম্পাদনের পাশাপাশি আমাদের আরেকটা স্বভাব হলো আমরা আড্ডাবাজ ব্লগার! আমরা চুটিয়ে আড্ডা দেই, আমরা আড্ডা দেই ব্লগ পোস্টে, আড্ডা দেই আড্ডার পোস্ট দিয়ে, চায়ের স্টলে, আড্ডার জায়গা তৈরি করে, ব্লগ দিবস আয়োজন করে, বই মেলাতে! সব খানেই। ব্লগার আড্ডা হলো সামহোয়্যারইন ব্লগের প্রান! আর একারনেই হয়তোবা এই প্ল্যাটফরমটা ইউনিক এবং এখনো মাথা উঁচু করে তার ব্লগারদের নিয়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে।
অতীব দুঃখজনক হলেও সত্য যে, অতিমারির এই সময়টায় মানসিক ভাবে আমরা সকলেই মূলত খুব একটা ভালো নেই। অনেকেই গৃহবন্দী থাকতে থাকতে কিংবা একরাশ আতংক সাথে করে কর্মস্থলে যাওয়া-আসা করতে করতে তাদের মেজাজ খিটখিটে করে ফেলেছেন। সব থেকে হতাশার বিষয়টা হলো সামাজিক দূরত্ব মেনে চলতে চলতে আমরা মূলত আমাদের নিজেদেরকে সমাজ হতে, প্রিয় মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছি। যদিও এটা ছাড়া এখন আর করবার কিছুই নাই।
করোনা মহামারীতে সোস্যাল ডিসটেন্সিং জরুরী! তাই বলে কি আড্ডাবাজি বন্ধ হয়ে যাবে ব্লগারদের? কক্ষনো না! চলেন আড্ডাই! সরাসরি নয় বরং ভার্চুয়ালি!
সুপ্রিয় ব্লগারবৃন্দ!
আগামী শুক্রবার তথা ২৬ জুন, ২০২০ তারিখে (বিকাল ৫ ঘটিকা প্রস্তাবিত) আমরা সামহোয়্যারইন ব্লগ এর সর্বোচ্চ সংখ্যক ব্লগারগন একটা ভার্চুয়াল প্ল্যাটফরমে (জুম প্রস্তাবিত) ধুমায়া আড্ডা দিতে চাই ঘন্টা ব্যাপি। হাঁসি-ঠাট্টা-গান আবারো হবে, সাথে খোঁজ নেবো একে অপরের! থাকবে করোনা ক্রান্তিকালে পরামর্শ এবং অভিজ্ঞতা শেয়ারিং।
আমাদের ব্লগারদের উক্ত ভার্চুয়াল আড্ডাকে সাফল্য মন্ডিত করতে আপনার পরামর্শ এবং অংশগ্রহন একান্ত আবশ্যক! আশা করছি আমরা খুব চমৎকার একটা সময় কাটাতে পারবো।
ধন্যবাদান্তে,
ব্লগার অগ্নি সারথি
আপডেটঃ ক (জুন ২২,২০২০)
১। এখন পর্যন্ত প্রায় ৪৬ জন ব্লগার আড্ডায় উপস্থিত থাকবার ইচ্ছা পোষন করেছেন, এই লিস্ট বেড়েই চলেছে। আমরা চেষ্টা করছি, জানা আপাকে কোন ভাবে সামান্য সময়ের জন্য আমাদের সাথে যুক্ত করা যায় কিনা!
২। ব্লগ মডারেটর তথা কাল্পনিক ভালোবাসা'র সাথে আমার কথা হয়েছে, ব্লগ আড্ডায় উপস্থিত এবং সঞ্চালন প্রক্রিয়ায় অংশগ্রহন করবার জন্য তিনি সম্মতি জ্ঞাপনা করেছেন।
৩। প্রস্তাবিত এপ্লিকেশন জুম এর মাধ্যমে আমরা ব্লগারগন কানেক্টেড হবার কথা ছিল, সেটির বেশ কিছু সীমাবদ্ধতার কারনে সেই জায়গা থেকে সরে এসে আমরা streamyard ব্যবহারের পরিকল্পনা করছি।
৪। streamyard আমরা সকলেই কানেক্টেড থাকবো একই সাথে, কিন্তু লাইভে আসবো ছয়জন-ছয়জন করে। সকলেই। streamyard এ আমরা কিভাবে কানেক্ট হবো তার পূর্নাংগ টিউটোরিয়াল পরের আপডেটে জানিয়ে দেয়া হবে।
৫। ছয় জনের জন্য সময় নির্ধারিত থাকবে, এই সময়ের মধ্যে ব্লগারগন কেউ যদি তাদেরকে কোন প্রশ্ন করতে চান তবে তাকে তার প্রশ্নের জন্য লাইভে নেয়া হবে। প্রশ্ন শেষ হলে তার লাইভ বন্ধ করে দেয়া হবে।
৬। আলোচনার কিছু এজেন্ডা আপাততঃ আমরা চিন্তা করেছিঃ
- করোনা ভাইরাস মহামারীতে ব্লগারগন কি ভাবে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন
- করোনা ভাইরাস মহামারীতে ব্লগারগন কিভাবে একে অপরকে সহায়তা করতে পারি
- সামুর টেকনিক্যাল সমস্যা এবং করনীয় (মোবাইল ভার্সন, আইএসপি তে মোবাইল এক্সেস)
- নাগরিক সাংবাদিকতা
আপাতত এগুলোই। আপনাদের কোন এজেন্ডা বা পরামর্শ থাকলে দিতে পারেন ।
৭। আড্ডার তারিখ ঠিক থাকছে (২৬ জুন, ২০২০) কিন্তু সময় (বিকাল ৫ ঘটিকা প্রস্তাবিত) নিয়ে কারো কোন প্রস্তাবনা থাকলে মতামত দিতে পারেন।
আপডেট আপাততঃ এটুকুই! কারো কোন এজেন্ডা কিংবা পরামর্শ থাকলে প্লিজ জানান, আমরা চেষ্ঠা করবো সেটা নিয়ে ভাববার।
ধন্যবাদ!