১৮+ এবং দায়িত্বশীলতা জরুরী! কারো সাথে মিলে গেলে কাকতাল মাত্র! লেখক দায়ী নহে।
করোনাভাইরাস নিয়ে ফালতু/ভোগাস কথা বলা এবং বিচিত্র কিছু কর্মকান্ড করবার অপরাধে হুগান্ডার জনগন তাদের দেশের দুইজন মন্ত্রী এবং প্রধান প্রহসন কমিশনারকে চ্যাংদোলা করে ধরে মাস ছয়েকের জন্য শুধুমাত্র একটা রুমে, একটা বান্দর সমেত কোয়ারেইন্টাইনে পাঠিয়ে দিল।
কোয়ারেন্টাইন সমাপ্ত হলে তথা ছয় মাস পর যখন মহোদয়গনের ঘরের দরজা খোলা হল তখন দেখা গেল, শক্তিশালী মন্ত্রীর ঘর হতে ১২টা বান্দরের বাচ্চা বের হইসে এবং অন্য মন্ত্রীর ঘর হতে ১১ টা। হতাশার বিষয়টা ছিল, ১২ আর ১১ প্রতিযোগিতায় যখন প্রহসন কমিশনারের ঘর হতে একটা মাত্র বান্দরের বাচ্চাকে বের হতে দেখা গেলো।
উৎসূক জনতা বিশেষতঃ মিডিয়া যখন প্রহসন কমিশনারকে জিজ্ঞেস করেই বসলো, "কি উস্তাদ! ১২ আর ১১-র দৌড়ে একটা নিয়া ঘর হইতে বাইর হইতে কিরাম লাগে,মানে আপনার অনুভূতি কি?"
মিডিয়ার এহেন দায়িত্ব-জ্ঞানহীন প্রশ্ন শুনে পুরাই তেলে বেগুনে জ্বলে উঠে প্রহসন কমিশনারের উত্তর ছিল, "ধুর ব্যাটা! দিছস তো পোলা বান্দর।"