প্রতিদিনই খবরের কাগজ খুললেই কোনও না কোনও শিশু নির্যাতনের সংবাদ পড়ে আঁতকে উঠতে হয়। যদিও সংবাদপত্রে কতোটা আসে সেটা আরেক বিরাট গবেষণার বিষয় (যা আসে তাও ভেতরের পৃষ্ঠার দিকে লুকিয়ে লুকিয়ে অপরাধবোধ নিয়ে যেন ছাপানো হয়)। পেডোফিলিয়া নিয়ে কথা বলা অন্যান্য যৌন নির্যাতনের মতই খুবই স্পর্শকাতর বিষয় - সন্দেহ নেই। কোনও আলোচনায় এই বিষয়ে কোনও মন্তব্য করলেই হঠাৎ করে সবাই বিব্রত বোধ করে। অথচ আরও অজস্র যৌন আলাপ করার সময় কারোরই চর্মে এই বিব্রতবোধটা আসে না।
কিন্তু এই ভয়াবহতা থেকে একটি শিশুকে বাঁচাতে হলে অবশ্যই ব্যাপক প্রচারণা এবং সতর্কতা দরকার- সেই বিষয়ে দ্বিমত পোষণ মনে হয় কেউই করবেন না। কিন্তু তারপরও আরও অনেক মানসিক সমস্যা নিয়ে আজকাল অনেক আলোচনা টিভি, সংবাদপত্র ইত্যাদিতে দেখলেও শিশুর যৌন নির্যাতন নিয়ে কথা বলাটা মনে হয় এখনো 'ট্যাবু'!
টাইম ম্যাগাজিনের একটি আর্টিকেলে শিশুর যৌন নির্যাতনকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবেঃ
Pe-do-phil-ia
n. recurrent, intense, sexually arousing fantasies, sexual urges or behaviors involving sexual activity with a prepubescent child
--American Psychiatric Association's Diagnostic and Statistical Manual Click This Link
ওয়েব এম,ডি,-এর এই আর্টিকেলে Ray Blanchard, PhD, adjunct psychiatry professor at the University of Toronto বলেছেনঃ
A pedophile is a person who has a sustained sexual orientation toward children, generally aged 13 or younger.
Click This Link
ওয়েব এম,ডি,-এর আর্টিকেলটায় বেশ কিছু সাধারণ প্রশ্নের উত্তর তুলে ধরেছেন তিনি। সেগুলো হলঃ
১। চিকিৎসক সম্প্রদায় কি pedophilia একটি মানসিক ব্যাধি বলে গণ্য করে?
উঃ হ্যাঁ। আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন (APA) এর মেন্টাল ডিসর্ডার-এর ডায়াগনস্টিক এবং পরিসংখ্যানগত ম্যানুয়াল-এ 1968 সাল থেকে pedophilia অন্তর্ভুক্ত করা হয়েছে একটি মানসিক ব্যাধি বা ডিসঅর্ডার হিসেবে।
২। Pedophilia কি চিকিত্সা করা সম্ভব?
উঃ হ্যাঁ। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে pedophilia এর অনুভূতি সম্পূর্ণ নিরাময়সাধ্য না। তথাপি থেরাপি তাদের সেই অনুভূতি কন্ট্রোলে নিয়ে আসতে পারে এবং তাদেরকে বিরত রাখতে পারে এ ধরণের কাজ করা থেকে। যৌন অপরাধ ঘটানোর উচ্চ ঝুঁকিসম্পন্ন কিছু রোগীদের জন্য তাদের যৌন-আকাঙ্ক্ষা কমাতে ঔষধ দরকার হতে পারে (Researchers are using depo-provera, a drug used to treat prostate cancer in elderly men, to lower the testosterone levels of pedophiles. )।
৩। pedophiles কি শুধুমাত্র শিশুদের প্রতি আকৃষ্ট?
উঃ কিছু pedophiles প্রাপ্তবয়স্ক এবং শিশুর- উভয়ের প্রতি আকৃষ্ট। কিন্তু অধিকাংশ pedophilia গবেষণায় যারা শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে, তারা প্রাপ্তবয়স্কদের যৌন আগ্রহ সম্পর্কে মিথ্যা বলতে পারে, যাতে তাদের আরও "স্বাভাবিক" মনে হয়।
৪। pedophilia পুরুষ নাকি মহিলাদের মধ্যে বেশী দেখা যায়?
উঃ Pedophilic ব্যাধি মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে অনেকগুনে বেশী দেখা যায়। তবে মনে রাখতে হবে এরকম রোগী নারী বা পুরুষ যে কেউ হতে পারে।
৫। pedophiles সাধারণত বিপরীত লিঙ্গের অথবা একই লিঙ্গের শিশুদের প্রতি আকৃষ্ট নাকি কোনও বিশেষ প্যাটার্ন নেই?
অধিকাংশ pedophiles এক লিঙ্গ অথবা অন্যটার জন্য নির্দিষ্ট পক্ষপাত থাকে। কিন্তু pedophiles-দের কত শতাংশ নির্যাতনের ক্ষেত্রে বিষমকামী, উভকামী এবং সমকামী তা পরিসংখ্যান বের করা কঠিন।
একই সাথে উল্লেখ করা দরকার, Girls are sexually abused three times more often than boys.
কোনও প্রশ্ন নেই, একটি শিশুর প্রতি যৌন-আকাঙ্ক্ষা কোনও সুস্থ মানুষের আচরণ নয়। তাহলে দেখা যাক কেন কোনও কোনও মানুষের ভিতরে এই আচরণ দেখা যায়।
ডিসকভারি নিউজ-এর একটি আর্টিকেলে দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ Click This Link
- এ ধরণের নির্যাতন যারা করে, তাদের মস্তিষ্কে কিছু গঠনগত পার্থক্য থাকে, যেটা সাধারণত হয়ে থাকে শিশু বয়সে নির্যাতন বা ট্রমা থেকে অথবা মস্তিষ্কে আঘাত থেকে।
- প্রায় সকল রিপোর্টেই দেখা যায়, নির্যাতনকারী পরিবারেরই সদস্য অথবা পরিচিত কেউ যেমন, শিক্ষক, ধর্মীয় নেতা, কোচ ইত্যাদি।
এছাড়া আরও বিশদ কারণ চাইলে এই লিংক দেখতে পারেনঃ Click This Link
এক পোস্টে বিশদ বিবরন দেওয়া অসম্ভব। তবে একটি শিশুর উপর সারাজীবনের জন্য যা প্রভাব পড়ে এরকম কিছুর কারণে তা হচ্ছেঃ
- বিষণ্ণতা
- মাদকাসক্তি
- আত্মহত্যা প্রবনতা
- ক্রিমিনাল অ্যাক্টিভিটি
- আত্ম-মর্যাদাবোধের অভাব ইত্যাদি
এছাড়া শেষ করি আরও কিছু তথ্য দিয়েঃ
# Warning Signs That Your Child May Have Been Sexually Victimized
-Sleep disturbances, nightmares, won’t/can’t sleep alone, problems getting to sleep
-Preoccupation with sexually explicit knowledge that is inappropriate for child’s developmental age
-Behavioral re-enactments of molestation (more likely with children under age 6)
-Difficulty relaxing (irritable, panicky, clingy)
-Exaggerated startle response (jumpy)
-Wavering between withdrawal, friendliness and aggressive outbursts
-Trauma specific fears (refusal to visit someone or somewhere that s/he has previously enjoyed) and/or fears of the mundane (of the darkness, strangers, being alone, being outside, being away from you, animals)
-Deliberate avoidance behavior (school absenteeism, "sick" when time to go to church, ball practice, etc.)
-Regressive behaviors to earlier developmental stages (bedwetting, thumb-sucking)
-Loss of ability to enjoy previously enjoyable activities
-Withdrawal from friends/playmates and usual activity
এছাড়া আমার আগের বেশ কিছু ব্লগে আমি একই ধরণের কিছু টপিক আলোচনা করেছি।
পড়ার জন্য ধন্যবাদ।
######### আগ্রহী পাঠকের জন্য কিছু লিংকঃ
http://en.wikipedia.org/wiki/Pedophilia
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৫৮