সেফ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আগের লেখাটির সাথে আরও কিছু লিংক যোগ এবং আরও কিছু লেখা যুক্ত করা দরকার মনে হচ্ছে।
১। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (WHO)-এর রিপোর্ট অন সেক্সুয়াল ভায়লেন্সঃ
ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (WHO)
২। কিছু পরিসংখ্যানঃ পরিসংখ্যান
- Approximately 2/3 of rapes were committed by someone known to the victim.
-73% of sexual assaults were perpetrated by a non-stranger.
-38% of rapists are a friend or acquaintance.
-28% are an intimate.
-7% are a relative.
- Every 2 minutes, someone in the U.S. is sexually assaulted
- 60% of sexual assaults are not reported to the police
- 15 of 16 rapists will never spend a day in jail
- 44% of victims are under age 18
এই পরিসংখ্যানগুলি আমেরিকার হলেও, আপনি যেকোনো দেশেই প্রায় একই পরিসংখ্যান দেখবেন।
৩। এবার কিছু 'মিথ' বা ভ্রান্ত ধারণা সম্পর্কেঃ
- আক্রান্ত হওয়ার ক্ষেত্রে নারীর পোশাকের ভুমিকাঃ সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। প্রতিদিন ৫-৬ বছর বয়স্ক মেয়েও ধর্ষিত হচ্ছে অনেক। আবার ধর্ষণের অনেক রকমের মধ্যে একটি হচ্ছে Spousal Rape (link ) অর্থাৎ নিজের স্ত্রী বা গার্ল- ফ্রেন্ডকে ধর্ষণ করাটা একেবারেই বিরল ঘটনা নয়। সমস্যাটা কি নারীর পোশাকে, নাকি এই বিকৃত মস্তিষ্কের মানুষদের? (লিংক )
স্বামীর দৈহিক ও মানসিক নির্যাতনের প্রতিকার কীভাবে পাব?
- ধর্ষণ করবে অপরিচিত কেউঃ একেবারেই ভুল ধারণা। প্রায় ৭০% যৌন নির্যাতনই করে ভিকটিমের অত্যন্ত পরিচিত কেউ। এরা নির্যাতিতাদের নিয়ে অসুস্থ ঘোর (Unhealthy Obsession)-এ ভোগে। অবশ্যই এই অবসেশন একদিনে গড়ে ওঠে না। তাই ধর্ষক প্রায় সব সময়ই অত্যন্ত পরিচিত কেউ হয়।
- নির্যাতিত হবে কেঃ এ ব্যাপারে কোনও বাঁধাধরা নিয়ম থাকা সম্ভব নয় অবশ্যই। এক নারী ব্লগারকে দেখলাম তর্ক করতে, ভদ্র মেয়েরাই ছেলেদের হাতে নির্যাতিত হয় বেশী, কারণ ওইরকম অভদ্র মেয়েদেরকে কিছু বলার সাহস ছেলেদের থাকে না। কথাটার হালকা সত্যতা আছে। শিশুর যৌন নির্যাতনকারী, অল্প কিছু শিশুর মধ্যে সব চেয়ে weak বলে মনে হয় যাকে, তাকেই নির্যাতনের জন্য বেছে নেয়। কারণটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন। তবে আবারও বলা দরকার, ঢালাওভাবে মন্তব্য করা বোকামি।
- এ ধরণের হিংস্র আচরণের কারণঃ There is no single theory that conclusively explains the motivation for rape; the motives of rapists can be multi-factorial and are subject to debate. Several factors have been proposed: anger, a desire for power, sadism, sexual gratification, and evolutionary pressures. (উইকি )। এ ব্যাপারে লেখার শুরুতে যেই লিংকটি আছে তা সাহায্য করতে পারে। (উইকি লিংক )
- নির্যাতিতের প্রতিক্রিয়াঃ কোনভাবেই বলা সম্ভব না কোন ভিকটিম কিভাবে রিয়াক্ট করবে। পরিমলের ঘটনায় অনেককেই প্রশ্ন করতে দেখলাম, একই লোক সেই নির্যাতন কিভাবে একবারের বেশী করার সুযোগ পেলো বা মেয়েটা কেন আবারও তার কাছে প্রাইভেট পড়তে গেলো। এর কারণ, ভিকটিম অনেক সময়ই সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, প্রচণ্ড ভয় পায় নির্যাতনকারীকে, এবং কাউকে বলতে পারে না। বরং সেই নির্যাতক একটা মানসিক শক্তি পেয়ে যায় ভিকটিমের উপর। এভাবে বহুদিন কোনও ধর্ষক নির্যাতন করে যেতে পারে। একটি শিশুও এভাবে বহুদিন নির্যাতিত হতে পারে। লিংক ১
লিংক ২
...
আগের লেখাটার মত এবারো বলছি, prevention is better than cure। বাবা-মার অত্যন্ত সতর্ক ভূমিকা প্রয়োজন। একটা নির্দিষ্ট বয়সেই মেয়েদেরকে
বোঝাতে হবে খোলামেলা আলোচনার মাধ্যমে। একটু সতর্কতা অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে একটি মেয়েকে।
আমি এদেশের মেয়েদের এসব ক্ষেত্রে ভূমিকা দেখে মোটামুটি হতাশ। বিদেশে পড়াশুনার সময় যখন ছিলাম, দেখতাম যে কোনও নারী ঘটিত সমস্যায় দেশের সকল মেয়ে রাস্তায় নেমে আসত, সব বয়সের, সব ধরণের। ভিকির মেয়েদের আন্দোলন দেখে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। এই পৃথিবীর মানব সমাজের অর্ধেক নারী, অর্থাৎ প্রায় ৩০০ কোটি নারী এই পৃথিবীতে। নিজের অধিকার আদায়ে নারীরা নিজেরাই এগিয়ে না এলে, অন্য অর্ধেকরা কখনই সেই power ছেড়ে দেবে না। যেমন এই লেখাটিও প্রায় কোনও নারী ব্লগারই শেয়ার করবেন না, আগেই বলে দিতে পারি। মেয়েরা মেয়েদের সাহায্য না করলে আর কেউ করবে না।
শেষ করি একটি মজার ঘটনা দিয়ে। একজন পুরুষ ব্লগার দেখলাম একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি পরিমলের ঘটনায় মেয়েদের পোশাকের ভূমিকা তুলে ধরে বলেছেন, "বিরিয়ানি ঢেকে না রাখলে, তাতে যদি মাছি বসে, তাহলে মাছির দোষ কি?"
ভালো থাকুন সবাই।
পুনশ্চঃ কিছু বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র যা আমার মতে অন্তত সকল নারীর দেখা প্রয়োজন।
১। মেমরিজ অফ মার্ডার
- দক্ষিন কোরিয়ার প্রথম নথিভুক্ত সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি
২। দা সাইলেন্স অফ দা ল্যাম্বস
- Ted Bundy নামক এক বাস্তব সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি
৩। সাইকো
- Loosely inspired by the crimes of Wisconsin murderer and grave robber Ed Gein, who lived just 40 miles from Bloch
ইউনিসেফ-এর একটি ছোট্ট কিন্তু সুন্দর ভিডিও দিয়ে শেষ করছিঃ