প্রিয় পাঠক, অনেক সময়ই আমরা ঢাকার বা অন্য কোন শহর-গ্রামের রাস্তায় আর অলিতে গলিতে সাইনবোর্ড, 'চিকা' মারা বা দেয়াল লেখনিতে অবাক হই। প্রায় সময়ই এসব লেখায় চাতুরী, রসবোধ বা কখনো ভুল বানান দেখে হাসাহাসি করি বন্ধুদের সাথে।
সেদিন হঠাৎ মনে হলো, এমন সব লেখার ছবি নিয়ে একটা পেইজ শুরু করলে কেমন হয়? সেই থেকেই শুরু করলাম "স্ট্রিট ওয়া্ইজ, বাংলাদেশ " নামের ফেসবুক পেইজ। অর্থ দাড়ায় 'রাস্তার খুঁজে পাওয়া বিদ্যা / বুদ্ধি' টাইপের কিছু। এর বয়স মোটে দেড় মাস। ইচ্ছা হলো, ধীরে ধীরে এ পেইজে এমন মজার মজার ছবির একটা কালেকশান গড়ে তুলবো।
"নেশা খাবি খা, মারা যাবি যা - মাগার গাড়ির সাথে ধাক্কা খাবি না।"
কাজ এগুচ্ছে খুব ঢিমে তালে। তেমনভাবে শেয়ার করছি না এখনো ...আরেকটু উপাদান সংগ্রহ করে নিই আগে। 'লাইক' আছে মোট ৫টা। তবে, আমি দমে যাচ্ছি না। একটু একটু করে চালিয়ে যাবো। আশা করি এতে আপনাদের ২ মিনিটের বিনোদন হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৬