: এই,প্লীজ.....প্লীজ।
: কি?!
: প্লীজ একটু,প্লীজ।
: সেই কখন থেকে প্লীজ প্লীজ করছো,ব্যাপারটা কি?!
: প্লীজ একবার......
: কক্ষনো না!! তুমি এত অসভ্য কেন?!
: আমি অসভ্য?!!
: অসভ্য না তো কি?! সারাক্ষনই শুধু এটা-ওটা ইচ্ছে করে।
: আচ্ছা ঠিক আছে,ভালো।
: ...... চলে যাচ্ছো নাকি!?
: যাওয়াই কি সঠিক নয়?আমি তো অসভ্য,আর আমার মতো অসভ্যের তো তোমার মতো মেয়ের সাথে থাকাটা মোটেও ঠিক না।
: যাবার আগে একটা কবিতা শুনবে?
: তুমি লিখেছো?
: হুমম....
: বলো,শুনি।
: বলি না চলে যাও,
এও বলি না ফিরে এসো,
শুধু বলি, ভালোবাসি,
যতটুকু ভাবো,তারও বেশি .....
কি হলো,গেলে না?
: যেতে দিলে কই !